বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার অর্থাৎ ২০ জুলাই ২০২৫ তারিখে সিঙ্গাপুরে সম্পন্ন হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) অ্যানুয়েল মিটিংয়ের পর, ক্রিকেট বিশ্বের জন্য একটি ঐতিহাসিক সংবাদ সামনে এসেছে। মূলত, ICC ২ টি নতুন দলকে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে, ICC-র মোট সদস্য সংখ্যা এখন ১১০-এ দাঁড়িয়েছে। এই পদক্ষেপটি বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার এবং নতুন নতুন ক্ষেত্রে ক্রিকেটের উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
কী জানিয়েছে ICC (International Cricket Council):
কোন ২ টি দলের প্রবেশ ঘটেছে: মূলত, তিমোর-লেস্টে এবং জাম্বিয়া ICC (International Cricket Council)-র নতুন সদস্য হয়েছে। ইতিমধ্যে ICC একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। তিমোর-লেস্টে ক্রিকেট ফেডারেশন এবং জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ICC-র অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
এই প্রসঙ্গে ICC জানিয়েছে, “ICC পরিবারে নতুন ২ জন সদস্য যোগদান করেছে। যার ফলে মোট সদস্য সংখ্যা ১১০-এ দাঁড়িয়েছে। তিমোর-লেস্টে ক্রিকেট ফেডারেশন এবং জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ICC-র অ্যাসোসিয়ে সদস্য হয়ে উঠেছে।”
আরও পড়ুন: কলেজের ওপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে, একাধিক মৃত্যুর আশঙ্কা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জাম্বিয়া ২২ তম আফ্রিকান দেশ হিসেবে ICC-তে যোগদান করেছে। অন্যদিকে, তিমোর-লেস্টে এখন পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দশম অ্যাসোসিয়েট সদস্য হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, ২০০৩ সালে ফিলিপিন্স যোগদানের পর এটি প্রথম দেশ হিসেবে ICC-তে যোগদান করেছে। সাম্প্রতিক বছরগুলিতে তিমোর-লেস্টে ক্রিকেট শুরু হয়েছে এবং সেখানকার তরুণদের মধ্যে এই খেলাটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে, এই দেশ এখন বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
আরও পড়ুন: ভারতকে “ভয় পাচ্ছে” পাকিস্তান! এশিয়া কাপে পাঠাবে না টিম? হাস্যকর প্রতিক্রিয়া পড়শি দেশের
জাম্বিয়ার প্রত্যাবর্তন: এদিকে, ICC-তে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নের প্রত্যাবর্তন একটি অনুপ্রেরণামূলক ঘটনা। জাম্বিয়া ২০০৩ সালে ICC-র অ্যাসোসিয়ে সদস্যপদ লাভ করে। কিন্তু গভর্ন্যান্স ও সম্মতি সংক্রান্ত সমস্যার কারণে ২০১৯ সালে তাদের সদস্যপদ বাতিল করা হয়। ২০২১ সালে জাম্বিয়াকে ICC থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু এখন ৪ বছর পর, জাম্বিয়া তার প্রশাসনিক ও সাংগঠনিক ত্রুটিগুলি দূর করে অ্যাসোসিয়েট সদস্যপদ ফিরে পেয়েছে। ক্রিকেটের ক্ষেত্রে জাম্বিয়ার জন্য এটি একটি নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।