চূড়ান্ত অব্যবস্থা, মেসিকে ডেকে এনে মুখ পুড়ল কলকাতার, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লজ্জার ছবি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যে উন্মাদনা তা কার্যত প্রহসনে পরিণত হয় শনিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে উন্মত্ত জনতার ক্ষোভ মুহূর্তের মধ্যে উঠে আসে সংবাদ শিরোনামে। কলকাতার নাম এখন আর শুধু স্থানীয় বা জাতীয় সংবাদ মাধ্যমেই আটকে নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও পৌঁছে গিয়েছে কলকাতার ‘মেসি কাণ্ড’। বিশ্বের কাছে কার্যত মুখ পুড়েছে কলকাতার।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মেসি (Lionel Messi) কাণ্ডের সমালোচনা

বিবিসি, দ্য গার্ডিয়ান থেকে স্পেন, ফ্রান্সের খ্যাতনামা সংবাদ মাধ্যমেও এখন কলকাতায় লন্ডভন্ড যুবভারতীর ছবি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তীব্র সমালোচনা করা হয়েছে এদিনের ঘটনার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেসির ভারত সফরের প্রথম স্টপ কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। হাজার হাজার সমর্থক চড়া দামের টিকিট কেটে এসেও দেখতে পায়নি মেসিকে। বিশাল সংখ্যক আধিকারিক ও সেলিব্রিটিদের ঘেরাটোপে থাকার কারণে দেখা যায়নি তাঁকে গ্যালারি থেকে। সমর্থকদের চেয়ার, বোতল ছোঁড়ার কথাও লেখা হয়েছে প্রতিবেদনে।

International media condems Kolkata Messi event chaos

কী বলা হয়েছে প্রতিবেদনে: স্পেনের নামী সংবাদ সংস্থার প্রতিবেদনে কলকাতার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। মাত্র কুড়ি মিনিটেই মাঠ থেকে বেরিয়ে যান তারকা। ক্ষুব্ধ ভক্তদের অভিযোগও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন : মেট্রো যাত্রীদের জন্য বড় আপডেট, বিমানবন্দর-শহিদ ক্ষুদিরাম সরাসরি চালু হচ্ছে পরিষেবা

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সমালোচনা: ফ্রান্সের সংবাদ মাধ্যমে কলকাতার এই কাণ্ডকে ‘ডিস্টার্বিং’ বলে উল্লেখ করা হয়েছে। মাঠে মেসিকে (Lionel Messi) ঘিরে থাকা ভিড়ের কারণে দর্শকদের হতাশা চরমে ওঠে। মাঠে মাত্র ২০ মিনিট উপস্থিত ছিলেন আর্জেন্টিনীয় তারকা।

আরও পড়ুন :মেসির সঙ্গে ছবি তোলাই কাল হল, নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার শুভশ্রী

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে স্পষ্ট বলা হয়েছে, কলকাতায় মেসির সংক্ষিপ্ত উপস্থিতি এবং  অপরিকল্পিত আয়োজনের জন্য দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি। কলকাতার মতো ফুটবলপ্রেমীদের শহরে এই ব্যর্থতা একটি বড় সুযোগ হাতছাড়া হওয়ার নির্দশন।