আন্তর্জাতিক যোগ দিবসে সকাল থেকেই সামিল রাষ্ট্রপতি, সেনা থেকে শুরু করে সেলিব্রিটিরা, দেখুন ছবি ও ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসে সামিল গোটা বিশ্ব। রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দ (ramanath kovind) থেকে শুরু করে সাধারণ মানুষ, যোগ দিবসে সুস্থ মন ও শরীরের লক্ষ্য নিয়ে যোগদান করেছে সবাই। যোগদান করেছে ভারতীয় সেনা (indian army), বিভিন্ন প্রান্তের নেতা নেত্রীরা ও শিল্পা শেট্টির (shilpa shetty) মত তারকারাও। এক নজরে দেখে নিন কিভাবে পালিত হচ্ছে যোগ দিবস

২০১৪ সালে ক্ষমতায় আসার পরে বিশ্বে যোগব্যায়াম জনপ্রিয় করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ বাসীর উদ্দ্যেশে বলেছেন “যোগ ঐক্যবদ্ধ করে, ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেয়”। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবসটি জাতিসংঘের মনোনয়ন পায়।

আন্তর্জাতিক যোগ দিবস 2020 এর থিম

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় এই মুহুর্তে আতঙ্কিত গোটা দেশ। তাই কেন্দ্রীয় সরকার এ বছর জমায়েতে নিষেধ করেছে এবং পরিবার সহ বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবসের আগে প্রধানমন্ত্রী মোদী এবং আয়ুষ মন্ত্রক ‘মাই লাইফ, মাই যোগা’ – একটি ভিডিও ব্লগিং প্রতিযোগিতা চালু করেছে এবং সকাল থেকেই নেতাকর্মী ও সেলিব্রিটি সহ দেশ জুড়ে লোকেরা তাদের যোগ ছবি পোস্ট করে চলেছেন।

https://www.instagram.com/p/CBrxS7dBNle/?igshid=120ifyruic7u2

https://www.instagram.com/p/CBnbMEKDdy1/?igshid=1q7dtuvv4d3tx

 

সম্পর্কিত খবর

X