চারিদিকে যেন শুধুই হীরে! ভারতের এই জায়গাটিকে চেনেন নাকি আপনি ?

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি নিশ্চয়ই অবগত যে সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে। এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিয়মিত চর্চা না থাকে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। লিখিত পরীক্ষা ছাড়াও ইন্টারভিউ (Interview) রাউন্ডে এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

 

তবে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন সাধারণ জ্ঞানের চর্চা থেকে দূরে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করছি। আপনারা যদি এই ধরনের প্রশ্ন ও উত্তরগুলি চর্চা করেন তাহলে সরকারি চাকরির পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবেন। চলুন আজ তেমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দেখে নেব।

আরোও পড়ুন : ডিম তো রোজই খান! কিন্তু সাদা অংশটার নাম কী ? উত্তর জানেন না ৯৯% ব্যক্তিই

ভারতের প্রথম নদী উপত্যকা প্রকল্প কোনটি?

উত্তর – দামোদর উপত্যকা প্রকল্প।

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর – নীল নদ

অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন ?

উত্তর – বৌদ্ধ

problem with job interviews 3a81e363994dd204dcc55f88982c3231990c7086039a9b7aacccbd0cb3d136ab9812fe6c5c8c6ba8f1d04085ce21c9d6cc7bbbbbe7b8757baa371af23e444f00

ধামীর গুলিবর্ষণের ঘটনা কখন ঘটে?

উত্তর- 1939 সালের 16 জুলাই

আরোও পড়ুন :

কখন ভারতের সংবিধান কার্যকর হয়?

উত্তর – 26 জানুয়ারী 1950 সালে

ভারতের সংবিধানের অভিভাবক কে ?

উত্তর – সুপ্রিম কোর্ট।

জাতীয় নারী কমিশন আইন কোন সালে সংসদে পাস হয়?

উত্তর – 1990 সালে

চাঁদে পৌঁছানো প্রথম ব্যক্তি কে?

উত্তর – নিল আর্মস্ট্রং।

আরোও পড়ুন : খদ্দের না আসুক, সবসময়েই চান এই দোকানের মালিকরা! উত্তর ভাবতে গেলে ঘাবড়ে যাবেন আপনিও

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়েছিল

উত্তর – 13 এপ্রিল 1919 তারিখে

কৌরব পাণ্ডব যুদ্ধের সময় শ্রী কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তার বর্ণনা কোথায় আছে?

উত্তর – ভগবদ্গীতা

কর্নওয়ালিস কবে চিরস্থায়ী বন্দোবস্তের পদ্ধতি প্রয়োগ করেন?

উত্তর – 1780 সালে

সাইমন কমিশন কবে ভারতে আসে ?

উত্তর – 1928

ভারতের হীরার খনি কোথায় আছে?

উত্তর- অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর