বাংলাহান্ট ডেস্ক : সাধারণ জ্ঞানের জন্য ছোটবেলায় আমরা বিভিন্ন বই পড়তাম। পরবর্তীকালে আমরা যত বড় হয়েছি ততই সাধারণ জ্ঞানের বই থেকে বিমুখ হয়েছি। কিন্তু চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অন্যতম একটি প্রধান ও গুরুত্বপুর্ন বিষয়। আমরা চাকরির লিখিত ও ইন্টারভিউ (Interview) রাউন্ডে যদি সাধারণ জ্ঞানের প্রশ্নের জবাব ঠিক না দিতে পারি তাহলে চাকরি পাওয়া আমাদের পক্ষে সম্ভব না।
নেট দুনিয়ায় বিভিন্ন সামাজিক মাধ্যমে আজকাল এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন – উত্তর খুব ভাইরাল হচ্ছে। এই প্রশ্ন ও উত্তরগুলি আমাদের নিয়মিত চর্চা করা উচিত। আজ তেমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি চাকরিপ্রার্থীদের জন্য। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক এক নজরে।
1)বায়ু-দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: উইন্ড ভেন।
2) কোন অভিনেতা 1973 সালে “ড্যানিয়েল” গানের জন্য সোনার সিঙ্গেল পেয়েছিলেন?
উত্তরঃ এলটন জন।
3) কোন মহান ব্যক্তি পেনিসিলিনের আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং
4) বৃহত্তম এবং বিশ্ব বিখ্যাত জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিসে।
5) কোন ভিটামিনকে হরমোন বলে মনে করা হয়?
উত্তরঃ ভিটামিন D
6) কোন ব্যক্তি জীব বিদ্যার জনক নামে পরিচিত ?
উত্তর : অ্যারিস্টোটল
7) কোন যুক্তরাজ্যের সরকার-অর্থায়নকৃত সংস্থার মানের একটি আনুষ্ঠানিক প্রতীক রয়েছে যাকে ‘ঘুড়ি’ চিহ্ন বলা হয়?
উত্তর: ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট।
8) চুলের গড় রাসায়নিক গঠনে কার্বনের শতাংশ কত?
উত্তর: 50.65%।
9) ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল?
উত্তর: ফরাসি।
10) এমন কোন জিনিস যা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা?
উত্তরঃ কয়লা।