বাংলাহান্ট ডেস্ক : চাকরির পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হন কিন্তু আটকে যান ইন্টারভিউ (Interview) রাউন্ডে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমাদের সবাইকে ইন্টারভিউ রাউন্ডে বসতে হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডে পরীক্ষকরা আমাদের এমন প্রশ্ন করেন যা অনেক সময় তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে।
কিন্তু এই সকল প্রশ্ন ও উত্তরের চর্চা আগে থেকে থাকলে আমাদের ইন্টারভিউ রাউন্ডে সমস্যার মুখোমুখি হতে হয় না। আমরা মাঝেমধ্যেই এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হচ্ছি বিভিন্ন প্রতিবেদনে। আজকেও তেমন কিছু প্রশ্ন ও উত্তর থাকল চাকরিপ্রার্থীদের জন্য।
১) প্রশ্নঃ কোন প্রাণী সারা জীবনে জল পান করে না?
উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর।
২) প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ মিশরের রাজধানী কায়রো (Egypt)।
৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘ভারতের চা বাগান’ বলা হয়?
উত্তরঃ আসাম।
৪) প্রশ্নঃ ভারতীয় নৌ বাহিনী দিবস প্রতিবছর কবে পালিত হয়?
উত্তরঃ ৪ঠা ডিসেম্বর।
৫) প্রশ্নঃ SIM কার্ড এর পূর্ণরূপ কি?
উত্তরঃ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল (Subscriber Identity Module)।
৬) প্রশ্নঃ কোন দেশ প্রথম বুলেট ট্রেন চালু করে?
উত্তরঃ জাপান।
৭) প্রশ্নঃ ‘ব্লাক প্যাগোডা’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ওড়িশা।
৮) প্রশ্নঃ সোনার অলঙ্কার পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
উত্তরঃ নাইট্রিক অ্যাসিড।
৯) প্রশ্নঃ সাইকেলের আবিষ্কারক কে?
উত্তরঃ ব্যারন কার্ল ভন ড্রেস।
১০) প্রশ্নঃ কোন দেশে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই?
উত্তরঃ সৌদি আরব।
১১) প্রশ্নঃ আবহাওয়া সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়?
উত্তরঃ মেট্রোলজি (Metrology)।
১২) প্রশ্নঃ ভারতের প্রথম ইন্টারনেট সংযোগ কবে চালু হয়?
উত্তরঃ ১৯৯৫ সালের ১৪ই আগস্ট।
১৩) প্রশ্নঃ তামিলনাড়ুর মহাবালিপুরম শহর কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ নরসিংহ বর্মন প্রথম।
১৪) প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস (Lord Cornwallis)।
১৫) প্রশ্নঃ একজন স্ত্রী তার স্বামীকে দেহের কোন অংশে স্পর্শ করতে দেন না?
উত্তরঃ পা। আসলে একজন ভারতীয় নারী কখনোই তার স্বামীকে নিজের পা স্পর্শ করতে দেন না। আসলে স্বামীর প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই রীতি পালন করেন তারা।