বাংলাহান্ট ডেস্ক : গুগল ম্যাপের (Google Map) ভরসায় গাড়ি চালিয়ে নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ে তিনজনের মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের বরৈলির এই দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে গুগল ম্যাপের (Google Map) নির্ভরযোগ্যতা নিয়ে। আর এই দুর্ঘটনার পরেই সকলকে চমক দিয়ে গুগল ম্যাপের কার্যকারিতা নিয়ে শুরু হল তদন্ত।
গুগল ম্যাপের (Google Map) জেরে দুর্ঘটনা
শনিবার উত্তরপ্রদেশের বরৈলিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে উঠতে শুরু করেছে বেশ কিছু প্রশ্ন। নির্মীয়মান সেতুর ৫০ ফুট উপর থেকে নীচে নদীতে পড়ে যায় একটি গাড়ি। জানা যাচ্ছে, বরৈলি থেকে জেলার ডাটাগঞ্জের দিকে যাচ্ছিল গাড়িটি। রাস্তায় ওই নির্মীয়মান সেতুতে ঘটে দুর্ঘটনা।
কীভাবে ঘটে দুর্ঘটনা: যেমনটা জানা যাচ্ছে, চলতি বছর বন্যার সময়েই ওই সেতুটির সামনের অংশ ভেঙে গিয়েছিল। তারপর সেতুর পুনর্নির্মাণ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি। এদিকে সেতুতে কোনো রকম সতর্কতামূলক বোর্ড লাগানো হয়নি। পাশাপাশি জিপিএস (Google Map) এও বিষয়টি আপডেটেড ছিল না। এর ফলেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি দ্রুত গতিতে থাকায় ব্রেক কষলেও কোনো লাভ হয়নি। সেতু থেকে সোজা নীচে রামগঙ্গা নদীতে পড়ে গাড়িটি।
আরো পড়ুন : আচমকাই উল্টো সুর! ভারতের সাথে সম্পর্ক “গভীর” করতে চায় চিন, কি পরিকল্পনা জিনপিংয়ের?
তদন্তে কী উঠে এল: ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ঘটনার। পূর্ত দফতরের আধিকারিকদের পাশাপাশি ভারতে গুগল ম্যাপের (Google Map) দায়িত্বে থাকা এক আধিকারিকের সঙ্গে পুলিশ কথাবার্তা বলছে বলে খবর। গুগল মুখপাত্র এই দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
আরো পড়ুন : বাস্তব জীবনেও করেছেন ভীষ্মের প্রতিজ্ঞা! কয়েক কোটির সম্পত্তি নিয়েও এখনো কেন বিয়ে করেননি মুকেশ?
সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রশাসনের কাজে সহযোগিতা করছেন তাঁরা। পাশাপাশি তদন্তেও সাহায্য করা হচ্ছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শনিবার রাতে দুর্ঘটনার পর রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। কিন্তু যতক্ষণে গাড়িটিকে উদ্ধার করা হয় ততক্ষণে ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছিল বলে খবর।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!