বাংলাহান্ট ডেস্ক: পোস্ট অফিসে (Post Office) নিরাপদ বিনিয়োগ মাধ্যম সুনিশ্চিত করে আপনার ভবিষ্যৎ। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একাধিক বিনিয়োগ প্রকল্প রয়েছে যেখানে আপনার অর্থ একদিকে যেমন থাকবে সুরক্ষিত, অন্যদিকে মিলবে মোটা অঙ্কের সুদ। আজকাল বহু বিনিয়োগকারীর কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)।
পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ
পোস্ট অফিসের (Post Office) পিপিএফে বিনিয়োগ করেও আপনি উপার্জন করতে পারেন দু হাত ভরে। মাত্র ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন পিপিএফ প্রকল্পে। বর্তমানে কেন্দ্রীয় এই প্রকল্পে মিলছে ৭.১% হারে সুদ। বিশেষজ্ঞরা বলে থাকেন, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের কাছে আদর্শ পাবলিক প্রভিডেন্ট ফান্ড।
আরোও পড়ুন : কেন ভারতে ফোন কল শুরু হয় +91 দিয়ে? চমকে দেবে কারণ
নূন্যতম ১৮ বছর বয়সীরা অ্যাকাউন্ট খুলতে পারেন পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে। এমনকি অভিভাবক হিসেবে আপনি আপনার শিশুর জন্যও খুলতে পারেন পিপিএফ অ্যাকাউন্ট। PPF অ্যাকাউন্টে বাৎসরিক নূন্যতম বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা। প্রতিবছর একজন বিনিয়োগকারী সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন পিপিএফে।
আরোও পড়ুন : এবারের মহাকুম্ভ তো শেষ! পরের কুম্ভমেলা কবে এবং কোথায় হবে? জানুন দিনক্ষণ
পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদপূর্তির সময়সীমা ১৫ বছর। তবে যদি আপনার আচমকা টাকার প্রয়োজন হয় তাহলে চার বছর পর আংশিক অর্থ প্রত্যাহারের সুযোগও রয়েছে পিপিএফে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে পিপিএফ অ্যাকাউন্টে জমা করেন, তাহলে ১৫ বছর পর আপনার বিনিয়োগের মোট পরিমাণ দাঁড়াবে ১৮ লক্ষ টাকা।
৭.১% হারে রিটার্ন মিললে আপনার বিনিয়োগের (Investment) অর্থের উপর সুদ হিসাবে পাবেন ১৪ লক্ষ ৫৪ হাজার ৫৬৭ টাকা। প্রতিমাসে মাত্র ১০ হাজার টাকা করে জমালে ১৫ বছরের মধ্যেই আপনি সুদ ও আসল মিলিয়ে তৈরি করে ফেলতে পারবেন ৩২ লক্ষ ৫৪ হাজার ৫৬৭ টাকার তহবিল।