সন্তানের উচ্চ শিক্ষা থেকে বিয়ে- পিপিএফ, এসআইপি, কোন স্কিম দেবে আপনাকে ভাল সুরক্ষা

Published on:

Published on:

Investment Scheme 1.5 lakh rupees three schemes Which one is more profitable for a daughter

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে খরচের হার। অন্যদিকে প্রয়োজনে চাহিদা মেটানোর সঙ্গে পিছিয়ে পড়ছে বেতন বাড়ার গ্রাম। যার ফলে হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের (Investment Scheme)। এমনকি অনেকের বাড়িতে মহিলাদের কাঁধের ওপর থাকে সমস্ত সংসার চালানোর দায়িত্ব। কিন্তু সংসার ও পরিবার সামলিয়ে সঞ্চয় করে ওঠাটা কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তার পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ এ নিশ্চিত করতে গিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হয় অভিভাবক। কিন্তু আজকে আপনাদেরকে জানাবো কোন স্কিমে টাকা রাখলে আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে পারবেন।

বিনিয়োগ দ্বিধা! এই তিনটে স্কিম এর মধ্যে কোনটিতে লাভ বেশি, জানুন (Investment Scheme)

প্রতিটি অভিভাবক চান সন্তানের নিশ্চিত ভবিষ্যৎ। সেই ভবিষ্যতকে সুরক্ষিত করতে নানান ধরনের ইন্সুরেন্সে টাকা বিনিয়োগ করেন (Investment Scheme)। কিন্তু সব ইন্সুরেন্স কি আপনাকে আর্থিক ভাবে লাভবান করতে পারে। কি বলেছেন বিশেষজ্ঞরা জানুন।

বিশেষজ্ঞদের মতে, সন্তানের ভবিষ্যতের জন্য অনেকেই নানান ধরনের স্কিমে টাকা রাখেন। আবার অনেকে পাবলিক প্রফিডেন্ট ফান্ডের কথাও চিন্তা করেন। বা অনেক সময় সুকন্যা সমৃদ্ধি কথা উঠে আসে। কারণ এই দুটি উপায় অত্যন্ত নিরাপদ ও ঝুঁকিবিহীন ও নিশ্চিন্ত রিটার্ন এনে দেয় টাকার। তবে বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারে সঙ্গে সংযুক্ত মিউচুয়াল ফান্ডের সিস্টেমে ইনভেস্টমেন্ট এর প্ল্যান চালালে দীর্ঘমেয়াদে তাতে রিটার্ন বেশি পাওয়া যায়।

Investment Scheme 1.5 lakh rupees three schemes Which one is more profitable for a daughter

আরও পড়ুন: বিরাট গুণ বেদানায়, তবে এই ফল কাদের জন্য হতে পারে বিপজ্জনক জানেন?

ধরে নেওয়া যাক, কোন ব্যক্তি যদি বছরে ১.৫ লক্ষ্য টাকা করে জমান। এবং সেই টাকা যদি ২১ বছর ধরে বিনিয়োগে চালিয়ে যান তাহলে সেই ব্যক্তি স্কিনে কত রিটার্নে পাবেন তা জেনে নেওয়া যাক। সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi Yojana) যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারে ১.৫ লক্ষ্য টাকা জমালে ২১ বছর পরে রিটানে মিলবে ৭১.৮ লক্ষ টাকা।

অপরদিকে একই টাকা পাবলিক প্রফিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশের সুদে বার্ষিক বিনিয়োগে ২১ বছর পরে এনে দেবে ৭২.৯ টাকা। পাশাপাশি এই একই টাকা আপনি যদি মিউচুয়াল ফান্ডে ২১ বছরের পরে এসআইপি তে  (SIP Investment) পাওয়া যাবে ১.৩৭ কোটি টাকা। এবার যদি কেউ ৫ হাজার টাকা করে জমান, তাহলে পিপিএফে ২১ বছরের পরে পাবেন ২.৪৩ লক্ষ টাকা। সুকন্যা সমৃদ্ধিতে পাবেন ২.৩৯ টাকা। করলে আপনি ২১ বছর পরে পাবেন ৪.৫৮ লক্ষ টাকা।

কিন্তু, পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১.৫ লক্ষ্য টাকা পর্যন্ত আয় কোন কর দিতে হবে না। আর মিউচুয়াল ফান্ডের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে প্রথম এক লক্ষ টাকা বাদে বাকি আয়ের উপরে কর দিতে হবে ১২.৫ শতাংশ।

(Disclaimer: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। বাংলা হান্ট কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)