বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে Apple-এর বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজের। এই সিরিজে রয়েছে মোট চারটি ফোন। সেগুলি হল iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এদিকে, এই ফোন গুলি লঞ্চ হওয়ার পরেই সেগুলির দুর্ধর্ষ সব ফিচার্স উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক সেই আবহেই এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এবার iPhone 15-এ উপলব্ধ রয়েছে ভারতের “নাবিক” পরিষেবা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, GPS-এর বিকল্প খুঁজতে গিয়ে ISRO (Indian Space Research Organisation)-র হাত ধরে চালু হয়েছিল “নাবিক”। মোদী সরকারও এই ব্যবস্থার প্রসার ঘটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি, বিষয়টির পরিপ্রেক্ষিতে কথা হয় Apple-এর সাথেও। এমতাবস্থায়, সংস্থার সাম্প্রতিক iPhone সিরিজে উপলব্ধ হয়েছে “নাবিক”। যদিও, এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলে কাজ করবে এই পরিষেবা।
কি এই নাবিক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের আটটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে কাজ করে নাবিক। মূলত, কারগিল যুদ্ধের সময়ে ভারত উপগ্রহ চিত্রের জন্য আমেরিকার কাছে সাহায্য চেয়েও তা পায়নি। এরপর থেকেই নিজস্ব “GPS” তৈরির পরিকল্পনা নেয় ভারত। এমতাবস্থায়, বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং ভারত ও ভারতের চারদিকে কড়া নজর রেখেছে নাবিক।
আরও পড়ুন: এক বছরেরও কম সময়ে বাজিমাত টাটার, তৈরি করল ৪৯৩ কোটি টাকার মোবাইলের যন্ত্রাংশ
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিষয়ে ISRO দাবি করেছে যে, তাদের তৈরি “নাবিক” GPS-এর চেয়েও বেশি নিখুঁত। পাশাপাশি, ২০১৮ সালে ISRO-র এই স্যাটেলাইটগুলি কাজ করতে শুরু করে। এদিকে, গতবছর থেকেই যাতে Apple-এর ফোনে “নাবিক” সাপোর্ট করে সেই বিষয়ে কথা বলতে শুরু করে সরকার। অবশেষে iPhone 15 সিরিজে এই পরিষেবা উপলব্ধ হল।
এদিকে, এবারে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে iPhone 15-এ টাইপ ‘সি’ চার্জার যুক্ত করা হয়েছে। এতদিন ধরে iPhone-এ লাইটনিং পোর্ট উপলব্ধ ছিল। এই আবহে দীর্ঘদিন ধরে এই ফোনে টাইপ ‘সি’ চার্জার যোগ করার দাবি জানিয়েছিলেন ক্রেতারা। অবশেষে সেটিও যুক্ত করা হল সংস্থার তরফে। পাশাপাশি, ভারতে ১৫ সেপ্টেম্বর থেকে বুক করা যাবে iPhone 15। এছাড়াও, ফোনগুলি ভারতীয় বাজারে আসবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।
iPhone 15 সিরিজের দাম: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, iPhone 15-এর দাম হল ৭৯,৯০০ টাকা। পাশাপাশি iPhone 15 Plus-এর দাম হল ৮৯,৯০০ টাকা। এছাড়াও, iPhone 15 Pro পাওয়া যাবে ১,৩৪,৯০০ টাকায় এবং iPhone 15 Pro Max-এর দাম হল ১,৫৯,৯০০ টাকা।