iPhone 15 লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল iPhone 16-এর ফিচার্স! তুমুল হইচই টেকপ্রেমীদের মধ্যে

বাংলা হান্ট ডেস্ক: সমগ্ৰ বিশ্বজুড়েই মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় একদম ওপরের দিকে থাকে iPhone। যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে iPhone ব্যবহারকারীর সংখ্যা। এদিকে, ইতিমধ্যেই Apple-এর নতুন iPhone 15 সিরিজের লঞ্চের প্রতীক্ষায় রয়েছেন সকলে। যদিও, সেই লঞ্চের ক্ষেত্রে এখনও বেশ কয়েকমাস বাকি রয়েছে। তবে, এই আবহেই সামনে এল iPhone 16-এর স্পেসিফিকেশন। যার ফলে শোরগোল পড়ে গিয়েছে টেকপ্রেমীদের মধ্যে।

মূলত, এক ডিসপ্লে ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট এটি প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩-এ অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে iPhone 15-এর লঞ্চ হবে। পাশাপাশি, আগামী বছরের ওই সময়ে বাজারে iPhone 16 সিরিজ লঞ্চ হতে পারে বলেও জানা গিয়েছে।

কি জানা গিয়েছে: এই প্রসঙ্গে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্ট-এর সহ-প্রতিষ্ঠাতা রস ইয়ং-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে iPhone 16 Pro মডেলটিতে একটি বড় ডিসপ্লে উপলব্ধ হবে। কারণ কোম্পানি iPhone-এর স্ক্রিন সাইজ পরিবর্তন করার পরিকল্পনা করছে। তথ্য অনুসারে, iPhone 16 Pro এবং Max মডেলে যথাক্রমে 6.3-ইঞ্চি এবং 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। যা সম্ভবত OLED প্যানেল হবে। কারণ Apple তার বেশিরভাগ মডেলে একই রকম ডিসপ্লে উপলব্ধ করে।

উল্লেখ্য যে, বর্তমান iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেলগুলিতে যথাক্রমে 6.1-ইঞ্চি এবং 6.7-ইঞ্চির ডিসপ্লে উপলব্ধ থাকে। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, Apple iPhone 15 সিরিজের ডিসপ্লে পরিবর্তন করার কোনো পরিকল্পনা করছে না। তবে, সামগ্রিকভাবে iPhone 16 সিরিজ সম্পর্কে আর বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

পাশাপাশি, এই সংক্রান্ত আরও তথ্য সম্ভবত এখন আর বেরিয়ে আসবে না। কারণ যদি এই সিরিজ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই সামনে আসে, তাহলে গ্রাহকদের iPhone 15 সিরিজের উপর ফোকাস বজায় রাখতে সমস্যা হবে। যার ফলে প্রভাবিত হবে বিক্রি। এমন পরিস্থিতিতে, অনুমান করা হচ্ছে সংস্থাটি এখন শুধুমাত্র iPhone 15-এর দিকেই নজর রাখবে।

jddqujyeqxlqj5bgancsuh

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, iPhone 15 এবং এর Plus মডেলগুলিতে Apple-এর Bionic A16 চিপসেট উপলব্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে, Pro মডেলগুলির ক্ষেত্রে নতুন A17 চিপ থাকবে। এদিকে, সমস্ত মডেলে Apple-এর মালিকানাধীন লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, প্রতিটি ডিভাইসে কোম্পানির নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচার রয়েছে বলেও জানা গিয়েছে। যা শুধুমাত্র iPhone 14 Pro মডেলে উপলব্ধ করা হয়। পাশাপাশি, সমস্ত ইউনিটে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইনও দেখা যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর