বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে ভারতে iPhone তৈরি হলে Apple ২৫ শতাংশ শুল্কের সম্মুখীন হতে পারে। সেই সময়ে ট্রাম্পের স্পষ্ট বার্তা ছিল যে, আমেরিকায় ব্যবহৃত iPhone-গুলি আমেরিকাতেই তৈরি করা উচিত। অন্যথায়, ভারী শুল্ক আরোপ করা হবে। এদিকে, Apple ইতিমধ্যেই “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের অধীনে ভারতে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে। যার কারণে ভারত এখন আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ রফতানি গন্তব্য হয়ে উঠেছে।
দাম বৃদ্ধি পেতে পারে iPhone-এর:
এই প্রসঙ্গে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, ভারত থেকে স্মার্টফোন রফতানিতে আমেরিকার অংশ ছিল ৪৪ শতাংশ। তবে, ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক হুমকি Apple-এর বিশ্বব্যাপী সাপ্লাই চেনে প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, দেশে তৈরি iPhone-এর দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
iPhone-এর দাম কেন বাড়বে: iPhone-এর দাম বৃদ্ধির মূল কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক। যেটি আমেরিকায় তৈরি নয় এমন iPhone-এর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Apple বর্তমানে খরচ কম রাখার জন্য ভারতের মতো দেশে iPhone তৈরি করে।
কিন্তু, যদি ট্রাম্পের শুল্ক প্রস্তাব বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে Apple-কে হয় আমেরিকায় উৎপাদন করতে হবে (যা খুবই ব্যয়বহুল) নয়তো ভারত ও চিনের মতো দেশে তৈরি iPhone-এর ওপর ভারী কর দিতে হবে।উভয় ক্ষেত্রেই উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। যা কোম্পানি গ্রাহকদের ওপর চাপিয়ে দিতে পারে। ফলে, এর সরাসরি প্রভাব গ্রাহকদের বহন করতে হবে। আর এই কারণেই iPhone-এর দাম ২০০-৩০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। এমতাবস্থায়, এই প্রিমিয়াম ডিভাইসগুলি আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
আরও পড়ুন: LPG-র দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড-UPI-র নিয়ম! ১ অগাস্ট থেকে এই ৬ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন
ট্রাম্পের শুল্ক নীতি: ইতিমধ্যেই ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন যে, Apple-এর সিইও টিম কুককে ইতিমধ্যেই বলা হয়েছে, “আমেরিকায় বিক্রি হওয়া iPhone গুলি অবশ্যই আমেরিকায় তৈরি হতে হবে”। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, চিন বা ভারত থেকে উৎপাদন প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। যদি তা না হয়, তাহলে Apple-কে ন্যূনতম ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশী পেলেন বড় সুযোগ! এবার এই দেশে হবে রানের বৃষ্টি, সূচি ঘোষণা করল BCCI
ভারত থেকে iPhone রফতানির পরিমাণ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Apple-এর জন্য ভারত একটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। ফক্সকন থেকে শুরু করে পেগাট্রন এবং টাটা ইলেকট্রনিক্সের মতো কোম্পানিগুলি ভারতে iPhone অ্যাসেম্বল করছে এবং বার্ষিক ভিত্তিতে ভারত থেকে ২২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের iPhone রফতানি করা হচ্ছে।