বাংলাহান্ট ডেস্কঃ ipl 2020 এর দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই এই মহারণের জন্য তৈরি হচ্ছে দলগুলি। পাশাপাশি, ১৩ তম আইপিএল উপলক্ষে নতুন প্ল্যান নিয়ে হাজির jio, যেগুলি রিচার্জ করলে বিনামূল্যেই স্মার্টফোনে দেখা যাবে টি২০ ক্রিকেটের এই তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট।
জানা যাচ্ছে, আইপিএল উপলক্ষে স্টার এবং জিও চুক্তিবদ্ধ হতে চলেছে। জিও এর দুটি প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে দেখা যাবে ipl. একই সুবিধা থাকছে জিওফাই গ্রাহকদের জন্যও। তাদের জন্য বিশেষ প্ল্যান আনবে মুকেশ আম্বানির সংস্থা।
বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে ৪০১ টাকার ও ২৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানেই দেখা যেতে পারে আই পি এল। ৪০১ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন পাওয়া যায় ৩ জিবি করে ডেটা। বৈধতা ২৮ দিন। পাশাপাশি, জিও টু জিও আনলিমিটেড ফ্রি কলিং। জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে ১০০০ মিনিট। প্রতিদিন ১০০ টি করে এসএমএস ফ্রি।
পাশাপাশি, ২৫৯৯ টাকার প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। প্রতিদিন ২ জিবি করে নেট পাওয়ার পাশাপাশি এক বছরের Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পান গ্রাহকরা। রয়েছে ১০ জিবি অতিরিক্ত ডেটাও। অন্যান্য প্রিপেইড প্ল্যানের মত এটিতেও জিও টু জিও আনলিমিটেড ফ্রি কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস ফ্রি এর সুবিধা রয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানায়নি jio.
প্রসঙ্গত, গতমাসে জিও তাদের সবচেয়ে সস্তা ৪৯ টাকার প্রিপেড প্ল্যানটি তুলে নিয়েছিল। কিছুদিন আগে বিনা নোটিশেই সুবিধা কমিয়ে দিল ৫০১ টাকার প্ল্যানের। ৫০১ টাকার ISD প্ল্যানে আগে যেখানে ৫৫১ টাকা টকটাইম সহ ৫০ এমবি ডেটা পাওয়া যেত এবার থেকে আর তা পাওয়া যাবে না।
২৮ দিনের জন্য বৈধ এই ৫০১ টাকার ISD প্ল্যানে এবার থেকে ৪২৪.৫৮ টাকা টকটাইম দেওয়া হবে। অর্থাৎ প্রায় ১২৫ টাকা টকটাইম কমিয়ে দিল জিও।
পাশাপাশি সুবিধা কমেছে ১,১০১ টাকা ও ১,২০১ টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানেও। ১,১০১ টাকার রিচার্জ প্ল্যানে এবার থেকে ১,২১১ টাকা টকটাইম কমিয়ে ৯৩৩.০৫ টাকা পাওয়া যাবে। ২৮ দিনের জন্য বৈধ এই প্ল্যানটি ১০০ এর বেশী দেশে রোমিং এর সময় ব্যাবহার করা যেত।
পাশাপাশি, ১৭০ টি দেশের জন্য প্রযোজ্য ১,২০১ টাকার প্ল্যানটিতে ১,৩২১ টাকা টকটাইম এর পরিবর্তে এবার ১,০১৭.৮ টাকা পাওয়া যাবে৷ এই প্ল্যানটিও ২৮ দিনজিও