বাংলা হান্ট নিউজ ডেস্ক: যাবতীয় আশা শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরে আইপিএল ২০২২-এ যাত্রা শেষ হয়ে গেল ধোনিদের। যদিও আজকের ম্যাচের শুরুর দিকে কিছুটা বিতর্কর জায়গা তৈরি হয়েছিল কিন্তু সেই সব বিতর্ক উড়িয়ে দিয়ে বোলারদের দাপটে দুরন্ত জয় পেল রোহিত শর্মারা।
টসে হেরে আজ প্রথমে ব্যাট করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের হয়ে প্রথম ওভার বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ড্যানিয়েল স্যামস। ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়ের প্যাডে বল লাগিয়ে এলবিডব্লিউর জোড়ালো আবেদন তোলেন তিনি। আপাতদৃষ্টিতে দেখে মনে হয় বল লেগ স্টাম্প মিস করেছিল। কিন্তু আম্পায়ার আঙ্গুল তুলে দেন। এরপরে রিভিউ চেয়েও নিতে পারেননি কিউয়ি ওপেনার কারণ স্টেডিয়ামে তখন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিআরএস ব্যবস্থা কাজ করছিল না। তবে এই বিতর্কিত সিদ্ধান্ত বাদেও একেবারেই কিছু করতে পারেননি বাকি চেন্নাই ব্যাটাররা।
আজ ওই বিতর্কিত সিদ্ধান্তটুকু বাদ দিলে দুরন্ত বোলিং করেছেন মুম্বাইয়ের বোলাররা। ধোনি ছাড়া আর কোনও মুম্বাই ব্যাটারই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড (৭)। সম্পূর্ণ ব্যর্থ মঈন আলী (০), রবিন উথাপ্পারা (১)। স্টার্ট পেয়েও বড় রান করতে ব্যর্থ আম্বাতি রায়ডু (১০), শিবম দুবে (১০), ডোয়াইন ব্র্যাভোরা (১২)। ৩৪ বলে ৩৬ রান করেও দলের স্কোর ১০০-র ঘরে নিয়ে যেতে পারেননি ধোনি। ইনিংসের চার ওভার বাকি থাকতেই ৯৭ রানে অল-আউট হয় সিএসকে। ৪ ওভারে দুরন্ত বোলিং করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ড্যানিয়েল স্যামস। দুটি করে উইকেট নেন রিলে মেরেডিথ এবং কুমার সিং। একটি করে উইকেট পেয়েছেন বুমরা ও রমনদ্বীপ সিং।
রান তাড়া করতে নেমে ঈশান কিষান এবং ড্যানিয়েল স্যামসকে দ্রুত হারিয়েছিল মুম্বাই। রোহিত শর্মাও ফিরে গিয়েছিলেন ১৮ রান করে। কিন্তু তিলক ভার্মার ৩২ বলে ৩৪ রানের দায়িত্বশীল ইনিংস এবং টিম ডেভিডের ৭ বলে ১৬ রানের ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ ওভার বাকি থাকতেই জয় এনে দেয়। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৬। বাকি দুটি ম্যাচ জিতে চেন্নাইয়ের ওপরে ফিনিশ করতে চাইবেন রোহিতরা।