ধোনির সঙ্গে ছবি শেয়ার করে এমন কথা লিখলেন গম্ভীর, ভাইরাল হলো পোস্ট

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ লখনউ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর ছয় উইকেটের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। এই ম্যাচের পরে, লখনউ সুপার জায়ান্টস মেন্টর গৌতম গম্ভীর জয়ের কারণে খুবই উত্তেজিত হয়ে উঠেছিলেন। যদিও তার কিছুক্ষণ পরে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখোমুখি হন তিনি।

দুজনের মধ্যে দেখা হওয়ার পরে দুজনই করমর্দন করেন এবং দুজনকে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলতে দেখা যায়। সেই মুহূর্তেরই একটি ছবি শেয়ার করে, গম্ভীর একটি দুর্দান্ত ক্যাপশন লিখেছেন এবং সেই কারণে তার পোস্টটিও ভাইরাল হয়েছে।

গম্ভীর এবং ধোনির মধ্যে মনোমালিন্যর খবর সবসময়ই খবরে থাকে। কিন্তু গম্ভীর কাল ধোনির সঙ্গে দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অধিনায়কের সঙ্গে দেখা করে ভালো লাগলো।’ ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও ধোনি এবং গম্ভীরের ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল শিরোপা জিতেছিল। চেন্নাই সুপার কিংস ধোনির নেতৃত্বে চারটি আইপিএল শিরোপা জিতেছে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স গম্ভীরের নেতৃত্বে দুটি আইপিএল শিরোপা জিতেছে।

ম্যাচের কথা বলতে গেলে, হাই-স্কোরিং ম্যাচে সিএসকে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে বোর্ডে ২১০ রান তুলেছিল। জবাবে, লখনউ সুপার জায়ান্টরা ১৯.৩ ওভারে চার উইকেট হারিয়ে ২১১ রান করে ম্যাচ জিতেছিল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এভিন লুইস। লুইস ২৩ বলে অপরাজিত ৫৫ রান করেন।

সম্পর্কিত খবর

X