ম্যাচের আগে হাতের তালুতে জয়ের গল্প লিখে ঝোড়ো ইনিংস খেলে রিঙ্কু সিং, পূরণ হলো ৫ বছরের স্বপ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল আইপিএল ২০২২-এর ৪৭ তম ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ক্রিকেট খেলে রাজস্থান রয়্যালসকে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করেছিল। টানা ৫ ম্যাচে হারের পর জয় পেয়েছে কেকেআর। কলকাতার জয়ের নায়ক ছিলেন রিঙ্কু সিং। রাজস্থানের বিরুদ্ধে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তিনি ২৩ বলে অপরাজিত ৪২ রান করেন। এই ইনিংসে তিনি মারেন মারেন ৬টি চার ও ১টি ছক্কা। এর আগে তিনি দুটি দুর্দান্ত ক্যাচ নেন। রিঙ্কু ম্যাচে নীতীশ রানার সাথে চতুর্থ উইকেটে ৩৮ বলে অপরাজিত ৬৬ রান যোগ করেন। রানাও ৩৭ বলে অপরাজিত ৪৮ রান করেন। এতে ৩টি ছক্কা ও ২টি চার সামিল ছিল।

ম্যাচের পর রিঙ্কু সিং বলেন, “আমিই প্রথম খেলোয়াড় যে আলিগড় থেকে আইপিএল খেলছি, যদিও আগে অনেক রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছি। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটের চেয়ে আইপিএলে চাপ বেশি। গত ৫ বছর ধরে একটানা সুযোগ পাচ্ছিলাম না। এমন পরিস্থিতিতে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। বাজ ( নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম) আমাকে খেলা শেষ অবধি থেকে ফিরতে বলেছিলেন এবং আমি যখন নীতীশ রানার সাথে মাঠে ব্যাট করছিলাম তখন তিনি একই কথা বলেছিলেন।”

ম্যাচের পরে, কেকেআর তার টুইটার অ্যাকাউন্ট থেকে রিঙ্কু সিংয়ের একটি মজার ভিডিও শেয়ার করেছে। এতে তাকে নীতীশ রানাকে বলতে দেখা গেছে, সকাল থেকেই এমন অনুভূতি পাচ্ছিলাম যে আজকের ম্যাচে আমি রান করব এবং ম্যাচের সেরাও হব। তাই ম্যাচের আগে আমি নিজেই হাতের তালুতে লিখেছিলাম যে আজ আমি হাফ সেঞ্চুরি করব।

নীতীশ রিঙ্কুকে জিজ্ঞেস করলেন আজকে ভালো ব্যাটিং করে কেমন লাগল? এ প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘৫ বছর ধরে এমন সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু নিয়মিত সুযোগ পাওয়া যায়নি। আমিও ভাবছিলাম কবে ম্যান অফ দ্য ম্যাচ পাব। ঘরোয়া টুর্নামেন্টে অনেক রান করেছি, আমার ভালো করার আত্মবিশ্বাস ছিল এবং সেই স্বপ্ন আজ সত্যি হলে খুশি বোধ করি।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর