বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার ২০০৮ সালের আইপিএলের প্রথম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের কথা স্মরণ করেছেন। সেই বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম এবং শেষবারের মতো খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। শোয়েবকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল যার অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী যখন দলের প্রধান কোচ ছিলেন জন বুকানন।
শোয়েব আখতার একটি ঘটনা শেয়ার করে বলেছেন যে আইপিএলে অভিষেকের আগে, প্রধান কোচ জন বুকানন নিশ্চিত ছিলেন না যে ফাস্ট বোলার ম্যাচফিট আছেন কিনা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এই বিষয়ে সৌরভ গাঙ্গুলির মতামতও শেয়ার করেছে। আখতার বলেছেন, আমি যখন কেকেআর ক্যাম্পে যোগ দিয়েছিলাম এবং সেই সময় অনেকদিন ম্যাচ খেলিনি তখন জন বুকানন সৌরভ গাঙ্গুলিকে বলেছিলেন যে শোয়েবকে আমি ফিট মনে করি না। এই প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেছিলেন যে আখতার সবসময়ই আনফিট, তাকে নিয়ে চিন্তা করবেন না, অর্ধেক আনফিট হলেও তিনি ভালো খেলবেন।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতারকে আইপিএলে অভিষেক করতে ৮ ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল। এরপর তিনি দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলেন। এই ম্যাচে শোয়েব বোলিং করতে গিয়ে ১১ রানে ৪ উইকেট নেন। যার ফলে ১১০ রানে গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালসের দল। এই ম্যাচে কেকেআর ২৩ রানে জিতেছিল। এই ম্যাচে আখতার যে ৪টি উইকেট নিয়েছেন তার মধ্যে রয়েছে বীরেন্দ্র সেওবাগ, এবি ডিভিলিয়ার্স, মনোজ তিওয়ারি এবং গৌতম গম্ভীর।
ম্যাচে দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরার পুরস্কার পান শোয়েব আখতার। দলের মালিক শাহরুখ খান তাকে ম্যাচের সেরার স্মারক হিসাবে সোনার হেলমেট উপহার দেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরের নিলামে কেকেআর শোয়েব আখতারকে ৩.২ কোটি টাকায় কিনেছিল। শোয়েব আখতার আইপিএল ২০০৮-এ তিনটি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন।