আজ সম্পূর্ণ হবে IPL 2022-এর প্রথম রাউন্ড, দেখুন অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিন দিন ধরে চারটি ম্যাচ হওয়ার পর আইপিএল ২০২২-এর পয়েন্টস টেবিলে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স জয় দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছে এবং পাঁচবারের আইপিএল বিজয়ীদের বিরুদ্ধে তাদের বড় জয়ের পরে দিল্লি ক্যাপিটালস শীর্ষে রয়েছে। আইপিএল 2022-এ শুধুমাত্র দুটি দল এখনও মাঠে নামেনি, যারা হলেন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। আজই যারা মঙ্গলবার পুনেতে একে অপরের মুখোমুখি হবে। এখনও অবধি আয়োজিত ম্যাচগুলির ভিত্তিতে অরেঞ্জ ক্যাপের তালিকায় বেশ কিছু চমক দেখা গেছে। বেশ কিছু বড় নামের সাথে সাথে বেশ কিছু অপ্রত্যাশিত নাম এই তালিকায় রয়েছে। তালিকাটি নীচে তুলে ধরা হলো।

• ফ্যাফ দু প্লেসিস (আরসিবি)- ৮৮ রান

• ঈশান কিষান (মুম্বাই)- ৮১ রান

• দীপক হুডা (এলএসজি)- ৫৫ রান

• আয়ুশ বাদোনি (এলএসজি)- ৫৪ রান

• এমএস ধোনি (সিএসকে)- ৫০ রান

অপরদিকে জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াইও সোমবার গুজরাট টাইটান্সের বোলার মহম্মদ শামি তার চাঞ্চল্যকর স্পেল দিয়ে শীর্ষ-৫ তালিকায় যোগ দিয়ে পার্পল ক্যাপের টেবিলে যোগ দেওয়ার পর সেই তালিকায় মাত্র একটি পরিবর্তন দেখা গেছে। তার আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো, শামি পাওয়ারপ্লেতে তিনটি ওভারে ১৩ টি ডট বল করেছিলেন এবং মাত্র ১০ রান দিয়ে তিনটি উইকেট তুলেছিলেন। শেষ পর্যন্ত তিনি ২৫ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেন। সিএসকে-র ডোয়াইন ব্রাভো এবং দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদবের সমান উইকেট নেওয়া সত্ত্বেও শামি তৃতীয় স্থানে রয়েছেন ইকোনমি রেটের কারণে।

• কুলদীপ যাদব (ডিসি)- ৩ উইকেট

• ডোয়াইন ব্রাভো (সিএসকে)- ৩ উইকেট

• মহম্মদ শামি (গুজরাট)- ৩ উইকেট

• বাসিল থামপি (মুম্বাই)- ৩ উইকেট

• মুরুগান অশ্বিন (মুম্বাই)- ২ উইকেট

সম্পর্কিত খবর

X