T20 বিশ্বকাপের আগে লটারি লাগল টিম ইন্ডিয়ার! অবশেষে মিলল দুর্ধর্ষ ব্যাটসম্যান, উইকেট কিপার

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই শেষ হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেই সাথে মন ভেঙেছে দেড়শো কোটি ভারতীয়র। সমস্ত আশায় জল ঢেলে দিয়ে কাপ নিয়ে গেছে অজি তারকার। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজরে রয়েছে চব্বিশের T 20 World Cup।ওয়ান ডে বিশ্বকাপে লজ্জাজনক হারের পর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশায় বুক বাঁধছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

শেষবার ভারতের ঘরে আইসিসি ট্রফি এসেছিল ২০১৩ সালে। গত ওয়ান ডে বিশ্বকাপেও ট্রফি জেতার দোরগড়ায় পৌঁছে ফিরে আসে রোহিত শর্মার দল। ঘরের মাঠ থেকে কাপ ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। আসন্ন টি ২০ জিততে পারলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এই দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।

এখানে বলে রাখা ভালো, আসন্ন T 20 এর জন্য একজন ভালো উইকেট কিপার তথা ব্যাটসম্যানের খোঁজ করছে টিম ইন্ডিয়া (India National Team)। যে কারণে চলতি বছরের IPL এর উপরেও নজর রয়েছে নির্বাচকদের। সূত্রের খবর, এই টুর্নামেন্টে যে খেলোয়াড় ভালো পারফর্ম করবে তাকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিলেক্ট করবে নির্বাচকরা।

আরও পড়ুন : করোনার পর এবার যক্ষ্মা দূরীকরণেও বড় সাফল্য! ভারতজুড়ে শুরু হল MTBVAC-র ক্লিনিক্যাল ট্রায়াল

স্বাভাবিকভাবেই IPL এর চলতি সিজন ভারতীয় ক্রিকেটারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ‌। এমতাবস্থায় দুর্দান্ত এক ইনিংস খেলে একজন তারকা ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দাবি তুলেছেন। সূত্র বলছে, রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন রয়েছেন নির্বাচকদের নজরে‌।

আরও পড়ুন : বাম ঘাঁটিতে গেরুয়া ঝড়! JNU ছাত্র সংসদ নির্বাচনে ৪টি আসনেই এগিয়ে ABVP

sanju samson 1200x675

চলতি সিজনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এইদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে হাজির হন সঞ্জু। এমতাবস্থায় সিজনের বাকি ম্যাচ গুলিতে এরকমই পারফরম্যান্স থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপে তার নাম একপ্রকার নিশ্চিত বলেই জানাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর