বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL ২০২৬-এর জন্য খেলোয়াড়দের নিলামের (IPL 2026 Auction) সম্ভাব্য তারিখ সামনে এসেছে। এদিকে, খেলোয়াড়দের রিটেনশন অর্থাৎ ধরে রাখার বিষয়েও একটি বড় আপডেট এসেছে।
ডিসেম্বরেই IPL-এর পরবর্তী মরশুমের নিলাম (IPL 2026 Auction):
ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, IPL ২০২৬-এর নিলাম চলতি বছরের ডিসেম্বরে সম্পন্ন হবে। নিলামটি (IPL 2026 Auction) ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সম্পন্ন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সম্ভবত ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন হবে। এদিকে, খেলোয়াড়দের রিটেন করার শেষ তারিখ হল আগামী ১৫ নভেম্বর। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজিগুলিকে তার মধ্যেও সিদ্ধান্ত নিতে হবে।
IPL ২০২৬- এর নিলাম কোথায় সম্পন্ন হবে: এখন প্রশ্ন হল, পরবর্তী IPL নিলাম (IPL 2026 Auction) কোথায় সম্পন্ন হবে? ক্রিকবাজের মতে, নিলামটি আগের ২ টি মরশুমের মতো দেশে নাকি বিদেশে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বর্তমানে কোনও তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে, IPL ২০২৩-এর নিলামটি দুবাইতে সম্পন্ন হয়েছিল। এদিকে, IPL ২০২৪-এর নিলাম জেদ্দায় সম্পন্ন হয়। ফ্র্যাঞ্চাইজিগুলির ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে জানানো হয়েছে যে, BCCI যদি এবার ভারতে মিনি-নিলাম আয়োজন করে তবে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: সব সীমা ছাড়ালেন মহসিন নকভি! এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গে দিলেন এমন নির্দেশ… শুরু হইচই
রিটেনশনের শেষ তারিখ: IPL ২০২৬-এর মিনি নিলামের (IPL 2026 Auction) আগে ফ্র্যাঞ্চাইজিগুলির খেলোয়াড় রিটেনশনের শেষ তারিখ হল আগামী ১৫ নভেম্বর। সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে সেই তারিখের মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দিতে হবে। রিপোর্ট অনুসারে, চেন্নাই এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজি ছাড়া, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি হয়তো খুব কম খেলোয়াড়দের ছেড়ে দেবে।
আরও পড়ুন: এক ঘোষণাতেই রকেটের গতি! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে বিরাট উত্থান, লাভবান বিনিয়োগকারীরা
CSK এবং RR কাদের ছাড়তে পারে: রিপোর্ট অনুসারে, চেন্নাই সুপার কিংস থেকে রিলিজ (IPL 2026 Auction) হতে পারেন এমন খেলোয়াড়দের তালিকায় রয়েছেন দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, স্যাম কারান এবং ডেভন কনওয়ে। তাছাড়া, অবসরের পর অশ্বিনের জন্য বরাদ্দ পার্সে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অবশিষ্ট রয়েছে। এদিকে, রাজস্থান রয়্যালস ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহীশ থিক্ষনার মতো স্পিনারদের ছেড়ে দিতে পারে। সঞ্জু স্যামসনও আগামী মরশুমে RR স্কোয়াডের বাইরে থাকবেন। IPL-এর গত মরশুমে ২ টি দলই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল।