বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে IPL (IPL 2026) থেকে বাদ দেওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রথমে বাংলাদেশ দল আসন্ন T20 বিশ্বকাপের জন্য ভারতে আসতে অনিচ্ছা প্রকাশ করেছে। তারপরেই বাংলাদেশ সরকার ওই দেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করেছে। জানিয়ে রাখি যে, IPL বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রিকেট টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এই টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং ১২০ টিরও বেশি দেশে সম্পন্ন হয়। তবে, এমনও কিছু দেশ আছে যেখানে IPL দেখানো হয় না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন কোন দেশে সম্প্রচারিত হয় না IPL (IPL 2026):
পাকিস্তানে IPL সম্প্রচারিত হয় না: জানিয়ে রাখি যে, বর্তমানে বাংলাদেশ IPL সম্প্রচারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে, পাকিস্তানে IPL সম্প্রচারিত হত না। কারণ, পাকিস্তানেও IPL নিষিদ্ধ। বেশ কয়েক বছর ধরে, কোনও টিভি চ্যানেল বা প্ল্যাটফর্ম সেখানে এই টুর্নামেন্ট সম্প্রচার করেনি।

তবে, VPN ব্যবহার করে পাকিস্তানে IPL দেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে অফিসিয়ালি IPL সম্প্রচার করা হয়না। এছাড়াও, একাধিক আফ্রিকান দেশে (সাব-সাহারান আফ্রিকার বাইরের কিছু দেশ), কিছু মধ্য এশিয়ার দেশ বা খুব ছোট দ্বীপরাষ্ট্র যেখানে ক্রিকেট জনপ্রিয় নয়, সেখানে IPL সম্প্রচারিত হয় না।
আরও পড়ুন: মুস্তাফিজুরের জন্য খরচ করা ৯.২ কোটি টাকা কীভাবে ফেরত পাবে KKR? কী বলছে নিয়ম?
যদিও, YuppTV-এর মতো প্ল্যাটফর্মগুলি ৭০টিরও বেশি দেশে স্ট্রিমিং উপলব্ধ করে। যার মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইউরোপ থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। অতএব, সামগ্রিকভাবে দেখতে গেলে বিশ্বে খুব কম দেশই আছে যেখানে IPL সম্প্রচারিত হয় না।
আরও পড়ুন: BSNL লঞ্চ করল ২ টি দুর্ধর্ষ প্ল্যান! আনলিমিটেড কলিং সহ ৫০০ GB ডেটা, সঙ্গে ৪৫০ টি ফ্রি চ্যানেল
একাধিক বাংলাদেশি ক্রিকেটার IPL-এ খেলেছেন: জানিয়ে রাখি যে, পড়শি দেশ বাংলাদেশে IPL-এর প্রচুর সমর্থক রয়েছেন। ওই দেশের একাধিক বিখ্যাত ক্রিকেটার IPL-এ খেলেছেন। যাঁদের মধ্যে আব্দুর রাজ্জাক থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল, মাশরাফি মুর্তজা, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান রয়েছেন। বাংলাদেশে IPL আগে টি স্পোর্টসে সম্প্রচারিত হত। কিন্তু এখন সরকার সেই সম্প্রচার নিষিদ্ধ করেছে। যেটি বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের জন্যও একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।












