কলকাতার পরিস্থিতি যতই উদ্বেগজনক হোক, আইপিএলের নিলাম কলকাতাতেই হবে জানিয়ে দিল বিসিসিআই।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয় চারিদিকে নাগরিকত্ব সংশোধনী বিল এর প্রতিবাদ করে রেল অবরোধ জাতীয় সড়ক অবরোধ শুরু হয়েছে। অনেক জায়গায় ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিল এর বিরোধিতা করে রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। আর এমন পরিস্থিতিতে অপরদিকে চলছে আইপিএল এর কাউন্টডাউন। আগামী 19 শে ডিসেম্বর কলকাতায় বসতে চলেছে আইপিএলের নিলাম, কিন্তু রাজ্যের এমন ভয়াবহ পরিস্থিতিতে সুরক্ষার কথা ভেবে আইপিএলের নিলাম কি কলকাতায় করা সম্ভব হবে এই নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানান প্রশ্ন?

আগামী বৃহস্পতিবার কলকাতা শহরে বসতে চলেছে আইপিএল নিলাম আর তার আগে কলকাতার এমন ভয়াবহ পরিস্থিতি তাই নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা এই দিকে নজর রাখছেন। তবে এইসব ব্যাপার নিয়ে একটু চিন্তিত নয় তারা। এক ফ্র্যাঞ্চাইজি কর্তা সাংবাদিকদের জানিয়েছেন যে এই মুহূর্তে কলকাতার অবস্থা খুবই ভয়াবহ, শহর জুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে, মিছিল করা হচ্ছে। তাই সেই ব্যাপারে আমরা নজর রাখছি তবে আইপিএল নিলাম যে কলকাতাতেই হবে সেই ব্যাপারে আমরা পুরোপুরি ভাবে নিশ্চিত।

DQ0Q8159

আরেক ফ্র্যাঞ্চাইজি কর্তা জানিয়েছেন যে এখনো পর্যন্ত বোর্ড এর তরফ থেকে এই ব্যাপারে কোন রকম পরিবর্তন এর কথা জানানো হয়নি, তাই আমাদের কর্মকর্তারা নিলামের আগের দিন কলকাতায় পৌঁছে যাবেন। তিনি আশাবাদী যে, কোন রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে না এই ব্যাপারে পুরোপুরি ভাবে নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বোর্ডই যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা করবে  বলে উনারা মনে করেন, অর্থাৎ পরিস্থিতি যতই উদ্বেগজনক হোক না কেন আইপিএলের নিলাম কলকাতাতেই হবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর