বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আইপিএল ফাইনালে। মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। চলতি মরশুমে গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দ দেখিয়েছে গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহা, রশিদ খান, ডেভিড মিলার, মহম্মদ শামি, শুভমান গিল, অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই হয়ে উঠেছেন এক একজন ম্যাচ উইনার। বোলিং এবং ব্যাটিংয়ে রয়েছে অসাধারণ ভারসাম্য। ফলে ফাইনালেও ম্যাচেও ফেভারিট হিসাবে নামবেন হার্দিকরা।
অপরদিকে রাজস্থান রয়্যালস মূলত নির্ভর দুজনের ওপর। একজন হলেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ব্রিটিশ তারকা ওপেনার জস বাটলার। অপরজন হলেন পার্পল ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা যুজবেন্দ্র চাহাল। তাদের দলের মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে গত ম্যাচে ডেথ ওভারে দুরন্ত বোলিং করেছিলেন তাদের পেসাররা। এই ম্যাচেও সেই ছবিই দেখতে চাইবেন রাজস্থানের ভক্তরা।
গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ:
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ শামি
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাডিকল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়