বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএল ফাইনালে (IPL Final) মুখোমুখি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং সাম্প্রতিক অতীতে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটান্স। রবিবার এই ফাইনালটি আয়োজিত হওয়ার কথা থাকলেও সেদিন মারাত্মক বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। তাই, আজ ২৯ শে মে মহেন্দ্র সিংহ ধোনি এবং হার্দিক পান্ডিয়ার দল একে অপরের মুখোমুখি হচ্ছে।
কিন্তু বৃষ্টির জন্য যে ভয়টা দর্শকরা পাচ্ছিলেন সেই ভয়টাই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে হালকা বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ করার প্রয়োজন হয়নি। কিন্তু শামির করা ইনিংসের তৃতীয় বলে রুতুরাজ গায়কোয়াড একটি দুর্দান্ত শটে বাউন্ডারি কুড়োতেই বৃষ্টি এমন বড় আকারে আসে যে মাঠ ছাড়তে হয় সকলকে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এই বৃষ্টি বিশাল মারাত্মক নয়। ওভার যদিও বা কমে, খেলা বাতিল হওয়ার আশঙ্কা কম। তবে জানা গিয়েছিল যে বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ম্যাচ যদি কমে ৫ ওভারের হয় তবে ডিএলএস নিয়ম অনুযায়ী বিনা উইকেট খুইয়ে ৪৩ রান তুললেই জয় পেয়ে যাবে সিএসকে।
এত অবধি সব ঠিকই ছিল। বৃষ্টিও কমে গিয়েছে। কিন্তু মাঠ এবং পিচের চারপাশ শুকনো করে তোলার জন্য যে প্রযুক্তি ব্যবহার করছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা তা দেখার পর ভারতীয় ক্রিকেট ভক্তরা চরম আশ্চর্য এবং লজ্জিত।
সুপারসপারের বদলে ন্যাকড়া, জল ছাঁকার কাপড় ব্যবহার করছিল তারা। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে বিশ্বের দ্বিতীয় ধোনি ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ৭২৮ শতাংশ ধনী হয়েও কিভাবে এই জাতীয় প্রক্রিয়া ব্যবহার করে!
এর জন্য ওভার সংখ্যা শেষপর্যন্ত কমে দাঁড়িয়েছিল ১৫। গুজরাটকে হারিয়ে পঞ্চম ট্রফি জিততে চেন্নাই সুপার কিংসকে বাকি ১৪.৩ ওভারে তুলতে হবে ১৭১ রান। খেলা আরম্ভ হলো ১২.১০ নাগাদ। ডেভন কনওয়ে (৪৭), অজিঙ্কা রাহানে (২৭), আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নামা আম্বাতি রায়ডুর (১৯) পাশাপাশি জাদেজার ৬ বলে ১৫ রানের ক্যামিওতে জয় পায় ধোনির সিএসকে।