বাংলা হান্ট নিউজ ডেস্ক: বলা হয় সময়ই হল সবচেয়ে শক্তিশালী। কালের কোলে কপাল ফেরে, কথাটা নেহাত মিথ্যে নয়। খেলাধুলার জগৎও তার ব্যতিক্রম নয়। একইরকম প্রতিভা থাকা সত্ত্বেও কোনও খেলোয়াড় ছুঁয়েছেন সাফল্যের শিখর আবার কেউ তলিয়ে গিয়েছেন বিস্মৃতির অতলে। আজ এমন একজনের কথা আলোচনা করা হচ্ছে যিনি একসময় ২০০ টাকার বিনিময়ে ক্রিকেট খেলতেন, কিন্তু এখন কোটি টাকায় বিক্রি হয়ে আসন্ন আইপিএল ২০২২-এ মাঠ কাঁপানোর অপেক্ষা করছেন। আসন্ন পঞ্চদশ তম মরশুমের রাজস্থান রয়্যালস ফাস্ট বোলার নভদীপ সাইনিকে ২.৬ কোটি টাকায় দলে নিয়েছে। ২৯ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার নভদীপ সাইনি ধারাবাহিকভাবে ১৪৫-১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করার ক্ষমতা রাখেন। তিনি ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটেই একসময় ক্রিকেট খেলেছেন।
নভদীপ সাইনি ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। যদিও তিনি বড় হয়েছেন হরিয়ানার কর্নালে। খুব কম ক্রিকেটপ্রেমীরাই জানেন যে একটা সময় ছিল যখন কর্নালে স্থানীয় টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার জন্য ২০০ টাকা করে পেতেন সাইনি। আরেকটি মজার বিষয় হল ২০১৩ সাল অবধিও সাইনি লেদার বল নয়, টেনিস বল ক্রিকেট খেলতেন। দিল্লির হয়ে ক্রিকেট খেলা প্রাক্তন ক্রিকেটার সুমিত নারওয়াল কর্নাল প্রিমিয়ার লিগে নভদীপের বোলিং দেখেছিলেন এবং খুব মুগ্ধ হয়েছিলেন। এরপরই দিল্লিতে ডাকা পরে সাইনির। দিল্লিতে তিনি গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে নেট প্র্যাকটিস করার সুযোগ পান। অভিজ্ঞ গৌতম গম্ভীরের চোখে তার প্রতিভা ধরা পড়ে গিয়েছিল এবং নেট অনুশীলনে প্রতিদিন আসতে বলেছিলেন।
এরপর গৌতম গম্ভীরের সমর্থনেই তিনি দিল্লি রঞ্জি দলে নির্বাচিত করেন। ২০১৩-১৪ মরশুমের দলে, তিনি দিল্লি রঞ্জি দলের হয়ে মাঠে নামার সুযোগ পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য সাইনি যখন প্রথমবারের মতো আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত হন, তখন তিনি গম্ভীরকে তাঁর পরামর্শদাতা হিসেবে তার এতদূর পৌঁছতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।
সাইনি বলেছিলেন, “আমি যখনই গম্ভীর স্যারকে নিয়ে কথা বলি, আমি নিজে আবেগী হয়ে পড়ি। আমি যখন দিল্লির হয়ে কিছু ম্যাচ খেলেছি, তিনিই বলেছিলেন যে আমি যদি এইভাবে পারফর্ম করতে থাকি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে শীঘ্রই আমি জাতীয় দলের হয়ে খেলব। তিনি আমার প্রতিভাকে চিনতে পেরেছিলেন, যা আমি জানতাম না। তার কথা ভাবলেই আমি খুশি হই।” এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন নভদীপ সাইনি।