IPL 2020: এই পাঁচ সেরা তরুণ প্রতিভা ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে উঠতে পারেন

বাংলা হান্ট ডেস্কঃ শেষ হল আইপিএল 2020। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার আইপিএলে বেশকিছু ভারতীয় ক্রিকেটার দাপিয়ে পারফরম্যান্স করেছেন। তবে উল্লেখযোগ্য ভাবে এবার আইপিএলে বেশ কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভবিষ্যতে যারা দেশের জার্সিতে তারকা হয়ে ওঠার ক্ষমতা রাখেন।
দেখে নেওয়া যাক এবার আইপিএলে সেরা পাঁচ যুব ক্রিকেটার যারা ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে উঠতে পারেন।

দেবদত্ত পড়িক্কল:
অভিষেক মরশুমেই টুর্নামেন্টের সেরা যুব ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেবদত্ত পড়িক্কল। এই তরুণ ভারতীয় বাঁহাতি ওপেনার হিসেবে আরসিবির হয়ে পুরো টুর্ণামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। 14 ম্যাচে 473 রান করেছেন পড়িক্কল। ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি।

1221700072d1b23d096cf585681588fade971c6fcd104c5d7ae81c97613c9e9f5f60b528a

ঈশান কিষান:
এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম প্রধান কারিগর এই ইশান কিশান। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে ব্যাটিং করেছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার অধিকারী এই ক্রিকেটার। 14 ম্যাচে 516 রান করেছেন তিনি, সর্বোচ্চ 99।

243160196d92a186f8e25a9e44457b81ba2b786972ea2d0f6e80259cabf8732f0e4175fc0

শুভমান গিল:
কেকেআর এবছর প্লে অফে উঠতে না পারলেও শুভমান গিল এর পারফরম্যান্স নজর কেড়েছে কেকেআর ফ্যানদের। এই আইপিএলে কেকেআর-এর হয়ে সর্বোচ্চ 440 রান করেছেন শুভমান গিল।

135014562949250d640745afb02b9931305e94ceba0cfa73840e89b69cba66da9360e80c5

টি নটরাজন:
এই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নটরাজন। যার সুবাদে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই তরুন বোলারের মধ্যে।

195191917233e317e10181a1aa46525cf2c38bf3b3deec704048988db2090d8829685d124

ঋতুরাজ গাইকোয়াড়:
এবার আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে ভালো খেলতে না পারলেও শেষের দিকে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ঋতুরাজ গাইকোয়াড়। আইপিএল 2020 তে ছয় ম্যাচে 206 রান করেছে ঋতুরাজ গাইকোয়াড়।

14342451e4d040be2fd00b91317782f87359ee894f1830628afdc8e7c962824659f0da03

Udayan Biswas

সম্পর্কিত খবর