বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুর জেলার সফরে ছিলেন। সেই সফরের সময় ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের এক কর্তব্যরত আইপিএস অফিসার ওনার পা ছুঁয়ে প্রণাম জানাচ্ছে। পা ছোঁয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইপিএস অফিসারকে কেকও খাওয়ান। উর্দির অপমান করে মুখ্যমন্ত্রীর পা ছোঁয়ার জন্য চারিদিকে নিন্দার ঝড় বয়ে চলেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পূর্ব মেদিনীপুর জেলা এবং দিঘার সফরে গেছিলেন। সেখানে তিনি তৃণমূলের নেতা এবং প্রশাসনের কর্তাদের নিজের হাতে কেক খাওয়ান। কেক খাওয়ার কারণ হিসেবে জানা গেছে, সেদিন ২১ অগস্ট ছিল ডিরেক্টর সিকিউরিটিজ বিনীত গোয়েলের জন্মদিন। ওই আট সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রথমে বিনীত গোয়েলের মুখে কেক তুলে দেন, পরে আইপিএস রাজীব মিশ্রর মুখে তিনি কেক তুলে দেন। কেক খেয়ে আইপিএস রাজীব মিশ্র মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম জানান।
উর্দিতে আইপিএস আধিকারিক রাজীব শুক্লর পা ছোঁয়া নিয়ে বিজেপি কড়া প্রতিক্রিয়া দেন। পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘দিদির সামনে পুলিশে উর্দি নতমস্তক। পশ্চিমবঙ্গের পশ্চিম জোনের আইজি রাজীব মিশ্র উর্দিতে মুখ্যমন্ত্রীর চরণ বন্দনা করেন। এটা কেমন ব্যাবস্থা? আর কেমন গণতন্ত্র?”
दीदी के सामने वर्दी नतमस्तक !!!
पश्चिम बंगाल के पश्चिमी झोन के पुलिस IG राजीब मिश्रा ने वर्दी में ममता बैनर्जी का चरणवंदन किया! ये कैसी व्यवस्था और कैसा लोकतंत्र है? pic.twitter.com/S0aKbkGsjZ
— Kailash Vijayvargiya (@KailashOnline) August 28, 2019
এ ব্যাপারে রাজীব মিশ্রর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনে কোনও জবাব দেননি। অল ইন্ডিয়া সার্ভিস কনডাক্ট রুল অনুযায়ী কোনও পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় এক জন সাংবিধানিক পদাধিকারীকে স্যালুট করতে পারেন। কিন্তু কোনও ব্যক্তি সে যেই হোক না কেন, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করা সার্ভিস রুলের বিরুদ্ধে এবং শাস্তিযোগ্য অপরাধ।