প্রশান্ত কিশোরের বিরুদ্ধে চিটিংবাজির মামলা দায়ের

বাংলা হান্ট ডেস্কঃ জনতা দল ইউনাইটেড (JDU) এর প্রাক্তন সহসভাপতি তথা নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবার চরম সমস্যার সন্মুখিন হতে চলেছেন। প্রশান্ত কিশোরের ‘বাত বিহার কি” (Baat Bihar Ki) এর কার্যক্রমের কারণেই ওনার সমস্যা বাড়তে চলেছে। ওনার বিরুদ্ধে বিহারের পাটালিপুত্র থানায় চিটিংবাজি করার জন্য এফআইআর দায়ের হয়েছে।

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এই এফআইআর মোতীহারির বাসিন্দা শ্বাশ্বত গৌতম করেছেন। উনি বাত বিহার কি অনুষ্ঠানের জন্য কন্টেন্ট নকল করার অভিযোগ তুলেছেন। এফআইআর এ ওসামা নামে আরেকটি যুবকেরও নাম আছে। ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সঙ্ঘ সচিবের নির্বাচনে লড়েছিলেন।

এফআইআর দায়ের করা গৌতম এর আগে কংগ্রেসের জন্য কাজ করেছিলেন। গৌতম এফআইআরে জানান উনি বিহার কি বাত নামের নিজের একটি প্রোজেক্ট বানিয়েছিলেন, আর আগামী দিনে ওই প্রোজেক্ট লঞ্চ করার কথা চলছিল। ওসামা গৌতমের সাথে একই প্রোজেক্টে কাজ করছিল। কিন্তু কোন কারণে সে ওই প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেয়।

গৌতম অভিযোগ করে জানান যে, ওসামা তাঁর সমস্ত কন্টেন্ট চুরি করে প্রশান্ত কিশোরের কাছে দিয়ে দেয়। এরপর প্রশান্ত কিশোর সমস্ত কন্টেন্ট নিজের ওয়েবসাইটে দেন। গৌতম এই ব্যাপারে পুলিশকে যথেষ্ট প্রমাণও দিয়েছেন। গৌতম দাবি করেন যে, উনি নিজের কন্টেন্ট এর সাথে জানুয়ারি মাসে ওয়েবসাইট রেজিস্টার করেন। আর প্রশান্ত কিশোর ফেব্রুয়ারি মাসে ওই একই কাজ করেন। গৌতমের এই অভিযোগের পর পুলিশ তদন্তে নেমেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর