বাংলাহান্ট ডেস্ক : মাস খানেক আগেই কাশ্মীরের (Jammu and Kashmir) চিত্রটা ছিল অন্য রকম। বৈশরন ভ্যালিতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তান সংঘাতের আবহে উত্তপ্ত হয়ে ছিল উপত্যকা। একাধিক জায়গায় কিছু কাশ্মীরির আহত হওয়ারও খবর পাওয়া গিয়েছিল পাক হামলায়। সে সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কাশ্মীরবাসীদের (Jammu and Kashmir) একটা বড় অংশকে। কিন্তু সম্প্রতি মহরমের শোভাযাত্রায় যে ছবি উঠে আসল, তাতে আবারও একাধিক প্রশ্ন উঠে গিয়েছে।

কাশ্মীরে (Jammu and Kashmir) মহরমের শোভাযাত্রায় ইরানের পতাকা
কাশ্মীরে (Jammu and Kashmir) মহরমের শোভাযাত্রায় উড়ল ইরানের পতাকা। দেখা গেল জঙ্গিগোষ্ঠী হেজবোল্লার পতাকাও। মহরম মাসের অষ্টম দিনে এ বছরও শ্রীনগরের গুরু বাজার থেকে ডালগেট পর্যন্ত শোভাযাত্রা বের করেছিল শিয়া মুসলিমরা। শোভাযাত্রার আগেই ইরান এবং হেজবোল্লার পতাকা সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু তারপরেও শোভাযাত্রায় দেখা গেল ইরান সহ ওই জঙ্গিগোষ্ঠীর পতাকা। ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিও।
তিন বছর ধরে বেরোচ্ছে শোভাযাত্রা: বিগত তিন বছর ধরেই কাশ্মীরে (Jammu and Kashmir) আবারও মহরমের শোভাযাত্রা বেরোনোর অনুমতি দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ধর্মীয় শোভাযাত্রায় নাশকতার সম্ভাবনা থাকতে পারে, এই আশঙ্কায় ১৯৯১ সাল থেকে শ্রীনগরে (Jammu and Kashmir) মহরমের শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে বিগত তিন বছর ধরে আবারও অনুমতি দেওয়া হচ্ছে মহরমের শোভাযাত্রার।
আরো পড়ুন : বিটেক পাশ করলেই সুবর্ণ সুযোগ, নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায়, এভাবে করুন আবেদন
শোভাযাত্রায় জঙ্গিদের পতাকা কেন: ভারত পাক সংঘাতের মাস খানেক পরেই কাশ্মীরে (Jammu and Kashmir) শোভাযাত্রায় এমন দৃশ্য উঠতে শুরু করেছে প্রশ্ন। মহরমের শান্তিপূর্ণ মিছিলে জঙ্গিদের পতাকা কেন? এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় প্রশাসনও। পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া কাশ্মীরের (Jammu and Kashmir) মতো ‘স্পর্শকাতর’ জায়গায় পড়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
আরো পড়ুন : ‘বস না তোকে একটু…’, কী চলত ‘কুখ্যাত’ ইউনিয়ন রুমে? ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
এর আগেও অবশ্য ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের হাওয়া লেগেছিল খাস বাংলায়। চলতি বছরের ভাটপাড়ায় রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা নিয়ে হাঁটার অভিযোগ উঠেছিল প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। আবার খাস কলকাতায় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্যালেস্টাইনের পতাকা দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।