ফের নড়ে উঠল টেকটোনিক প্লেট! তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, চারদিকে শুধুই আর্তনাদ…

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নড়ে উঠল টেকটোনিক প্লেট। গত মঙ্গলবার ইরানের (Iran) মানুষ সাক্ষী থাকলেন ভয়ানক এক ভূমিকম্পের। এবার ঘটনাস্থল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহর।  ইরানে একটু বেশি পরিমাণ নড়াচড়া করে টেকটোনিক প্লেট। তাই ইরান ভূমিকম্প প্রবণ একটি দেশ। মাঝেমধ্যেই ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে ইরান।

মঙ্গলবারও একটি ভয়ানক ভূমিকম্পের সাক্ষী থাকল ইরান। মঙ্গলবার ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। এই ভূমিকম্পে নিহত হয়েছেন চারজন। আহতের সংখ্যা ১২০। কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনকে। হাজাতুল্লাহ জানান, ভূমিকম্পে আহত ৩৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

   

আরোও পড়ুন : দুঃসংবাদ! সুদ কমছে না এখনই, ঋণনীতি বদলের সম্ভাবনা নিয়ে বিশেষ ঘোষণা RBI-র

মঙ্গলবারের ভূমিকম্পে (Earthquake) এই শহরের প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশমারের গভর্নর বলেন এই শহরের প্রচুর জরাজীর্ণ বাড়ি ভেঙে গেছে ভূমিকম্পে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্পটি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস।

479506 iran 2

প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন তিন জন। ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। তুরস্কের সীমান্তসংলগ্ন এই জায়গার ভূমিকম্পের তীব্রতা ছিল ভয়ানক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর