বারাণসী-অযোধ্যার মতো ৪ টি আধ্যাত্মিক শহর ঘোরার সুযোগ, আকর্ষণীয় প্যাকেজ আনল IRCTC, খরচ কত পড়বে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল শুধুই যে একটি গণপরিবহন মাধ্যম তাই নয়। শুধুমাত্র যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া ছাড়াও পর্যটন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় রেল। আইআরসিটিসি (IRCTC) প্রায়ই বিভিন্ন ধরণের ট্যুর প্যাকেজের ব্যবস্থা করে থাকে। বিশেষ করে আইআরসিটিসির আধ্যাত্মিক ট্যুর প্যাকেজগুলি খুবই জনপ্রিয় পর্যটক এবং তীর্থযাত্রীদের মধ্যে। সম্প্রতি আবারও একটি তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে একটি আকর্ষণীয় ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে আইআরসিটিসি (IRCTC), যেখানে সাধ্যের মধ্যেই উত্তর ভারতের চারটি আধ্যাত্মিক খ্যাতিসম্পন্ন শহরে ঘোরার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা।

আধ্যাত্মিক ট্যুর প্যাকেজের ঘোষণা আইআরসিটিসির (IRCTC)

‘হোলি কাশী’ বা ‘পবিত্র কাশী’ নামে একটি নতুন ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC), যেখানে নামমাত্র খরচে উত্তর ভারতের চারটি ধর্মীয় মাহাত্ম্যপূর্ণ শহরে ঘোরার সুযোগ পাবেন তীর্থযাত্রীরা। এই চারটি শহর হল বারাণসী, প্রয়াগরাজ, অযোধ্যা এবং বিহারের বোধগয়া। এই চার শহরের বিভিন্ন প্রাচীন মন্দির, বৌদ্ধ বিহার এবং পুরনো ঘাটগুলি ঘুরে দেখতে পারবেন তীর্থযাত্রীরা।

IRCTC announced special spiritual tour package

কী কী থাকছে প্যাকেজে: এই প্যাকেজের বড় ইতিবাচক দিক হল, আলাদা করে তীর্থযাত্রীদের বিভিন্ন দর্শনীয় স্থানের জন্য টিকিট কাটার প্রয়োজন পড়বে না, কারণ সেসবই অন্তর্ভুক্ত থাকছে এই প্যাকেজের মধ্যেই। তবে এই প্যাকেজে ট্রেন নয়, বরং বিমানে সফর করবেন যাত্রীরা। কী কী অন্তর্ভুক্ত থাকছে প্যাকেজে, কতদিনের ট্যুর, ভাড়াই বা কত?

আরও পড়ুন : বিচ্ছেদ হয়েও পুনর্মিলন, সোহেলের বাড়ির ৫০ বছরের পুরনো পুজোয় কোন দায়িত্ব সামলালেন তিয়াশা?

কতদিনের প্যাকেজ হতে চলেছে: জানা যাচ্ছে, এই ট্যুর প্যাকেজে নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত বিমান পরিবহন, হোটেলে থাকা, তীর্থস্থানগুলি ঘুরে দেখার জন্য স্থানীয় পরিষেবা এবং বিভিন্ন মন্দিরগুলি ঘুরে দেখার সুবিধা থাকছে। মোট ৫ রাত এবং ৬ দিনের ট্যুর হতে চলেছে এটি।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে পাকাপাকি বিদেশে সেটল, দীপাবলিতেই মা হওয়ার সুখবর দিলেন ‘উষসী’ রুশা

বারাণসী, প্রয়াগরাজ, অযোধ্যা এবং বোধগয়া এই চারটি শহর ঘুরে দেখাবে আইআরসিটিসির (IRCTC) এই ‘হোলি কাশী’ প্যাকেজ ট্যুর। চারটি শহরই প্রাচীন এবং তীর্থযাত্রীদের কাছে বিশেষ আকর্ষণীয়। আইআরসিটিসির ঘোষণা অনুযায়ী মোট ৩৯,৭৫০ টাকা পড়বে প্যাকেজ খরচ।