যাত্রা পিছিয়েছে? চিন্তা নেই! IRCTC-র নতুন নিয়মে তারিখ বদলেই হবে সমাধান

Published on:

Published on:

IRCTC new rules will save money and reduce hassle

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের তরফ থেকে একটু বড় ঘোষণা করা হল। এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম অফ কর্পোরেশন (IRCTC) শীঘ্রই একটি নতুন নিয়ম আনতে চলেছে। যার ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। জানা যায় এই নতুন নিয়মে যাত্রীরা টিকিট বাতিল না করে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।

বাঁচবে টাকা, কমবে ঝামেল IRCTC-র নতুন নিয়ম (IRCTC)

নতুন এই নিয়মের অধীনে যাত্রীরা তাদের কনফার্ম টিকিটের টিকিট ভ্রমণের তারিখ কোনরকম ক্যান্সলেশন চার্জ ছাড়াই পরিবর্তন করতে পারবেন। এর ফলে মনে করা হচ্ছে যাত্রীদের যাত্রা সুবিধা আরও সুবিধা জনক হবে (IRCTC)।

IRCTC new rules will save money and reduce hassle

আরও পড়ুন: নিরামিষ দিনেও রেজ়ালার স্বাদ পাবেন! পনির দিয়েই বানান রেস্টুরেন্ট স্টাইল এই ডিসটি, প্রণালী জানুন

নতুন এই সুবিধা বিশেষ কি কি থাকবে?

নতুন সিস্টেমের অধীনে যাত্রীরা তাদের কনফার্ম টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে পরিবর্তন করতে পারবেন। বাতিল না করে নতুন টিকিট বুক করার প্রয়োজন হবে না। নতুন তারিখের আসন যদি খালি থাকে তাহলে যাত্রীরা তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। তার জন্য নতুন করে টিকিট বাতিল করে টিকিট কাটতে হবে না।

বর্তমান ব্যবস্থা কি রয়েছে?

বর্তমানে যদি কোন যাত্রী তার ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে চান তাহলে তাকে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটতে হয়। পাশাপাশি এর জন্য একটি চার্জ কেটে নেওয়া হয়। এছাড়ার ট্রেন (Train) ছাড়ার ৪৮ থেকে ১২ ঘন্টার আগে বাতিল করলে ২৫% কেটে নেওয়া হয়। পাশাপাশি ছাড়ার ১২ ঘন্টার কম সময়ে বাতিল করলে পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয় (IRCTC)।

নতুন এই সুবিধাটি কবে থেকে বাস্তবায়িত হবে?

সূত্রের খবর, এই সুবিধাটি পাওয়া যাবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে। তবে এই নিয়ম যোগ্যতা ও বিস্তারিত পদ্ধতির সম্পর্কে তথ্য খুব শীঘ্রই IRCTC এবং রেলমন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া হবে। রেলমন্ত্রক জানিয়েছে, এই সুবিধার লক্ষ্য যাত্রীদের ফ্লেক্সিবিলিটি প্রদান করে তাদের টিকিট বাতিল করার ঝামেলা থেকে সম্মুখীন না হতে হয় (IRCTC)।