খরচ মাত্র ২০০০ টাকা! এবার পুজোয় এত সস্তায় ব্যাঙ্কক-পাটায়া ভ্রমণ, নয়া উদ্যোগ IRCTC’র

বাংলাহান্ট ডেস্ক : বিদেশভ্রমণ আমজনতার কাছে সব সময়েই স্বপ্নের মতো। কিন্তু, বহুক্ষেত্রেই দেখা যায়, ভারতীয় নাগরিকরা চাইলেও বিপুল অর্থ খরচ করে সারাজীবনেও একটা ফরেন ট্যুর করতে পারেন না। এবার সেই মধ্যবিত্ত পরিবারের ইচ্ছেপূরণ করতেই নতুন বন্দোবস্ত করল IRCTC (Indian Railways Catering and Tourism Corporation)। খুব কম টাকায় ব্যাঙ্কক ও পাটায়া ভ্রমণের ব্যবস্থা করেছে এই সংস্থা।

আসলে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সবথেকে সস্তায় থাইল্যান্ডেই ঘোরা সম্ভব। শুধু তাই নয়, থাইল্যান্ড যাওয়ার জন্য অবশ্য আগে থেকে ভিসার ব্যবস্থা করার দরকার পরে না। রাজধানী ব্যাঙ্ককের মাটিতে নামার পর “ভিসা অন আ্যারাইভাল” হাতে পেয়ে যান ভারতীয়রা। তাই, ভারতীয়দের থাইল্যান্ড সফরকে আরোও সুন্দর করতে দুর্দান্ত প্যাকেজ এনেছে IRCTC।

জানা গিয়েছে, যেহেতু বিমানে করে থাইল্যান্ড যাওয়ার বেশ খরচ সাপেক্ষ তাই আইআরসিটিসির পক্ষ থেকে চার রাত পাঁচ দিনের প্যাকেজ চালু হচ্ছে। ফলে, মাত্র দুই থেকে চার হাজার টাকা দিলেই এবার থাইল্যান্ড ভ্রমণ সম্ভব। এই বিষয়ে জানিয়ে রাখা দরকার, ভারতের যে কোন শহর থেকে টিকিট কাটা গেলেও রওনা দিতে হবে বেঙ্গালুরু থেকে। এই বছরের পুজো ও শীতে রেকর্ড যাত্রী মিলবে বলে আশাবাদী এই সংস্থা।

IRCTC-র ওয়েবসাইট অনুযায়ী, ব্যাঙ্কক-পাটায়ায় একজন গেলে খরচ পড়বে ৫৫ হাজার ৯০০ টাকা। দু’জন গেলে কমে যাবে খরচের পরিমাণ। সেক্ষেত্রে ৪৭ হাজার ৭৫০ টাকা দিলেই হবে। স্বামী-স্ত্রী ও সন্তান — তিনজন একসঙ্গে গেলে খরচের পরিমাণ আরও কমে যাবে। মাত্র ৩৭ হাজার ২৫০ টাকাতেই থাইল্যান্ড ঘুরে আসতে পারবেন এক পরিবারের তিনজন।

thailand

 

এছাড়াও, একই পরিবারের তিনজন গেলে নাবালক সন্তানের ক্ষেত্রে আলাদা শয্যার ব্যবস্থা থাকছে। যদি কেউ আলাদা শয্যা নিতে না চান, সেক্ষেত্রে খরচ আরও কমে যাবে। বেঙ্গালুরু থেকে ব্যাঙ্কক-পাটায়া ভ্রমণের প্যাকেজের মধ্যেই থাকছে বিমান ভাড়া, হোটেল ভাড়া ও স্থানীয় এলাকায় ঘোরাঘুরির গাড়ির খরচ। পাশাপাশি IRCTC-র তরফে ট্যুর গাইডও দেওয়া হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর