উদয়পুরের হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলতেই ধেয়ে এল বাক্যবাণ! নেটিজেনদের রোষের মুখে ইরফান পাঠান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজস্থানের উদয়পুরের সম্প্রতি ঘটে গেছে নারকীয় হত্যাকাণ্ড। প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার করা পয়গম্বর এর বিরুদ্ধে মন্তব্য কে সমর্থন করায় কানহাইয়ালাল নামক এক দর্জীকে নৃশংসভাবে খুন করে দুই আততায়ী। ঘটনাটিকে আরও মারাত্মক আকার দিয়েছে তার পরবর্তী ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য কান্ডের ব্যাপারে সম্প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

পাঠান নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছিলেন। ইরফান পাঠান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন যে ‘এটা দরকারি নয় যে আপনি কোন ধর্মে বিশ্বাসী। কিন্তু একজনকে আঘাত করার অর্থ আপনি গোটা মানব জাতিকে আঘাত করছেন।” অনেকে তার এই মন্তব্যের জন্য তাকে সাধুবাদ জানালেন অনেক নেটিজেন আবার তাকে উদ্দেশ্য করে কটাক্ষও করেছেন।

অশান্তির বিরুদ্ধে সরব হওয়া ইরফান এর বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ। কেউ কেউ বলেছেন “ন্যাকামো করে এইসব কথা না বললেও চলে। আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই সম্প্রদায়ই এইসব ঘটনার সাথে জড়িত থাকেন সবসময়।” অনেকে আবার বলেছেন, ” সরাসরি নিজের ধর্মকে দায়ী করছেন না কেন এখানে তো আর কোন ধর্মাবলম্বী লোকের কোন দোষ নেই।”

প্রসঙ্গত উদয়পুরের ধানমন্ডি এলাকার ওই দুই হত্যাকারী কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রিয়াজ আক্তার এবং মহাম্মদ কৌসার নামক ওই দুই হত্যাকারী কানাই এর কাছে জামার মাপ নিতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এবং গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নানান রকম আপত্তিজনক মন্তব্যসহ। ইতিমধ্যেই ওই ঘটনার তদন্তের ভারত তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। সেই কটা এলাকার ইন্টারনেট পরিষেবা আপাতত বিচ্ছিন্ন। অশান্তি এড়াতে আপাতত ১৪৪ ধারা জারি করা হয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর