গাভাস্কার প্রসঙ্গে মুখ খুলে অনুষ্কা শর্মাকে সপাটে দিলেন ইরফান পাঠান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে ফিল্ডিং করার সময় কে এল রাহুলের দুটি গুরুত্বপূর্ণ সহজ ক্যাচ মিস করেছিলেন বিরাট কোহলি। এছাড়াও ব্যাটিং করতে নেমে মাত্র 1 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। আর কোহলির এমন হতাশাজনক পারফরম্যান্স দেখে কমেন্ট্রি বক্সে থাকা সুনীল গাভাস্কার বলে ওঠেন, “ইন হোনে লকডাউন মে তো বাস অনুষ্কা কি গেনদ কি প্র্যাকটিস কি হ্যায়।”

সুনীল গাভাস্কারের মত একজন ভদ্র, সংবেদনশীল ক্রিকেটার যিনি দেশের হয়ে অনেক ম্যাচ জিতেছেন তার মুখে এমন মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় ক্রিকেটমহলে। অনেক ক্রিকেটপ্রেমিক কটাক্ষ করে সুনীল গাভাস্কারকে। অনেকেই দাবিতে তোলেন বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হোক সুনীল গাভাস্কারকে। সুনীল গাভাস্কারকে কটাক্ষ করতে ছাড়েননি বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। তিনি সোশ্যাল মিডিয়ায় গাভাস্কারকে খোলা চিঠিতে লিখেছিলেন, “স্বামী বিরাট কোহলির খারাপ পারফরম্যান্সের জন্য প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার তাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এবার গাভাস্কার প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি গাভাস্কারের একজন বড় ভক্ত, তাই গুরুর এইভাবে অপমান তিনি মেনে নিতে পারেননি। টুইট করে ইরফান পাঠান লিখেছেন, “সবসময়ের জন্য শ্রদ্ধা। সর্বদা সুনীল গাভাস্কার স্যারকে সম্মান করবেন, সবসময়।” ইরফান পাঠান তার এই বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন একজন কিংবদন্তি ক্রিকেটার, যিনি দেশের জন্য এত কিছু করেছেন তাকে এই ভাবে আক্রমণ করা ঠিক হয়নি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার।

X