“ভারতীয় ক্রিকেট দলকে ব্যঙ্গ করার জের”, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তার জায়গা দেখালেন ইরফান পাঠান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দুঃসহ হারের ক্ষত এখনো টাটকা প্রতিটা ভারতবাসীদের মনে। প্রথমে ব্যাট করে ভারতীয় দল সেমিফাইনালে ১৬৮ প্রাণের টার্গেট খাড়া করেছিল ইংল্যান্ডের সামনে যেটি তারা কোন উইকেট না খুঁজেই তুলে দিয়েছিল চার ওভার বাকি থাকতে। ফলস্বরূপ এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি অধরা থেকে গেছে ভারতীয় দলের জন্য।

সেই প্রসঙ্গেই ভারতীয় দলকে হালকা করে খোঁজা মেরেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল পাকিস্তানের কাছে প্রথমবার কোন বিশ্বকাপ ম্যাচ হয়েছিল। সেবারও ভারতীয় দলের দেওয়া ১৫২ রানের টার্গেট বিনা উইকেট খুঁইয়েই তুলে ফেলেছিল পাকিস্তান এবং পরবর্তীতে গ্রুপ পর্ব থেকেই ভারতীয় দলকে বিদায় নিতে হয়েছিল।

সেই ক্ষত আর একবার টাটকা করে দিয়ে বর্তমানে ভারতীয় দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বিনা উইকেটে ১৭০ রান করার ঘটনার সংযোগ ঘটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করেছিলেন, “তাহলে রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ১৫২-০ এবং ১৭০-০।” কিন্তু এই ব্যাপার নেই এবার চরম ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় বাঁ হাতি পেসার ইরফান পাঠান।

শাহবাজ শাহের টুইটটি রিটুইট করে প্রাক্তন ভারতীয় পেসার বলেছেন, “আপনাদের এবং আমাদের মধ্যে তফাৎ কেবলমাত্র এইটুকুই। আমরা নিজেদের খুশিতে খুশি থাকি আপনারা খুশি থাকেন অপরের খারাপ সময় দেখে। এইজন্যই নিজের দেশের কোন উন্নতি করতে পারছেন না।”

এই টুইটটি করার পর ইরফান পাঠানকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতকে ফাইনালে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই বাঁ-হাতি তারকা পেসার। অনেকেই সেই কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন খেলার মাঠ ছাড়লেও ভারতের সম্মান কি করে রক্ষা করতে হয় সেটা এখনো ভুলে যাননি ইরফান।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর