স্ত্রীকে রাখেন হিজাবে ঢেকে, অথচ সানিয়াকে আলিঙ্গন করেন খোলাখুলি! মৌলবাদীদের নিশানায় ইরফান

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে তার যাত্রা শেষ হয়ে গিয়েছে গত মাসে। সানিয়া মির্জা (Sania Mirza) গত জানুয়ারি মাসে নিজের শেষ গ্র্যান্ড স্ল‍্যাম ম্যাচ এবং গত ফেব্রুয়ারি মাসে পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নিজের শেষ টুর্নামেন্ট খেলে ফেলেছেন। তিনি টেনিস খেলোয়ার হিসেবে দেশকে যে গর্ব এবং অসাধারণ সমস্ত স্মৃতি উপহার দিয়েছেন, সেই বিষয়টিকে সম্মান জানিয়ে হায়দারাবাদে গত রবিবার অর্থাৎ ৫ই মার্চ তার জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হয়েছিল।

ওই ফেয়ারওয়েল ম্যাচের পরে আয়োজিত পার্টিতে দেখা গিয়েছিল চাঁদের হাট। যুবরাজ সিং, সাইনা নেহওয়াল, ফারহা খান, কিরণ রিজিজুর মতো একাধিক বিশেষ ক্ষেত্রের খ্যাতনামা তারকারা উপস্থিত হয়েছিলেন তার এই বিশেষ মুহূর্তের সাথে থাকতে। সকলকে তাদের উপস্থিতির জন্য ধন্যবাদও জানিয়েছেন সানিয়া। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন পেশার ইরফান পাঠানও (Irfan Pathan)। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের এবং সানিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওটি সামনে আসার পরই শুরু হয়েছে বিতর্ক।

টুইটারে সানিয়ার কাঁধে হাত রেখে একটি স্লো মোশন ভিডিও শেয়ার করেছেন ইরফান যা নিয়ে তাকে অত্যন্ত বড় সমালোচনার মুখে পড়তে হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী কিছু মানুষ মনে করছেন যে তিনি নিজে যখন বউয়ের সঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করেন তখন তার বউ থাকেন হিজাবের আড়ালে, যা নিয়ে তাদের কোন সমস্যা নেই। কিন্তু তিনি যেভাবে সানিয়াকে জড়িয়ে ধরে ভিডিওটি করেছেন তা নাকি ইসলাম বিরুদ্ধে।

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় সানিয়ার পাশাপাশি ফারাহ খান ও সাইনা নেহওয়ালের সঙ্গেও এক মঞ্চ ভাগ করে নিয়েছেন ইরফান। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত চলচ্চিত্র ‘পুস্পা’-র গানে তাদের সঙ্গে কোমর দোলাতেও দেখা গেছে ইরফানকে। সঙ্গে উপস্থিত ছিলেন যুবরাজ সিং-ও। সেই ভিডিও দেখার পরেও ক্ষোভ বেড়েছে একাংশের ইরফান ভক্তদের মনে।

সম্পর্কিত খবর

X