পন্থ নয়, কার্তিকেরই বিশ্বকাপের একাদশে সুযোগ প্রাপ্য, দাবি ভারতীয় কিংবদন্তির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আয়োজন করা যায়নি দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের শেষ টি-টোয়েন্টি ম্যাচ যা থেকে নির্ধারিত হতো সিরিজের বিজয়ী। ফলে ২-২ অবস্থাতেই শেষ হয়েছে সিরিজটি। দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজের সেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু যাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সেই রিশভ পন্থ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন এই সিরিজে। অপরদিকে উইকেট রক্ষকের কাজ না করলেও ব্যাট হাতে চূড়ান্ত সফল দীনেশ কার্তিক। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলে ফিরলে পন্থ এবং কার্তিকের মধ্যে একজনই হয়তো দলে জায়গা পাবেন।

পন্থ চার ম্যাচ খেলে ব্যাট হাতে মাত্র ৫৮ রান করেছেন তাও মাত্র ১০৫ স্ট্রাইক রেটে। তারচেয়েও বড় সমস্যা হল প্রতি ম্যাচে একই রকম ভুল করে আউট হয়েছেন। ডেল স্টেইন নিবে কিছুদিন আগে বলেছিলেন যে পন্থ নিজের ভুল থেকে শিখছেন না। তাই এবার প্রশ্ন চিহ্ন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে স্কোয়াডে রাখা হলেও মূল দলে দিনেশ কার্তিককে তার বদলে খেলানো উচিত কিনা সেই নিয়ে।

প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি পেসার ইরফান পাঠান এই বিষয়ে সম্প্রতি নিজের মত জানিয়েছেন। তাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে এই সিরিজে ব্যাট হাতে ফর্ম দেখে পন্থের নিজের ওপর অসন্তুষ্ট হওয়া উচিত কিনা। সেই প্রশ্নের জবাবে ইরফান জানিয়েছেন, “হ্যাঁ অবশ্যই সে নিজেকে নিয়ে হতাশ হবে। সবাই যেভাবে ওর সমালোচনা করছে তা নতুন কিছু নয়। ও বরাবরই এমনভাবে ব্যাটিং করতে গিয়েই আউট হয়। ও খুবই ভালো প্লেয়ার কিন্তু ওর কেরিয়ার আরো সুন্দর হতে পারে যদি ও কয়েকটি জিনিসের দিকে নজর দেয়। উল্টোদিকে যদি দিনেশ কার্তিক এর দিকে নজর দেওয়া হয় তাহলে বিশ্ব ক্রিকেটে এমন প্লেয়ার খুব কম পাওয়া যাবে যাদের হাতে এত রকমের শট রয়েছে। স্পিন এবং ফাস্ট বোলিং দুটোর বিরুদ্ধেই উনি স্বচ্ছন্দ। যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বিশ্বকাপে দিনেশ কার্তিককে প্রথম পছন্দ হিসেবে ধরবো।”

irfan pathan

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইরফান পাঠানের পছন্দের একাদশ:
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর