বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামী মাসের ডিসেম্বরের ২৩ তারিখে আয়োজিত হবে আইপিএলের মিনি অকশন। আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু এটাতে নিজেদের স্কোয়াড থেকে রিলিজ করে দিয়েছে। তার ফলে জায়গা খালি হয়েছে তাদের দলগুলিতে। সেই জায়গায় এখন পৃথিবীতে অবশিষ্ট থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ইতিমধ্যেই ক্যামেরুন গ্রীন, ট্র্যাভিস হেড, সিকান্দার রাজার মতো বেশ কিছু নামিদামি ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন এবং তারা আশা করছেন আসন্ন অকশনে ভালো দরে তাদেরকে ফ্র্যাঞ্চাইজিগুলি কিনে নেবে।
ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যে খুব ফিকে ভাবে হলেও আইপিএলের অকশন নিয়েও ন্যূনতম জল্পনা অব্যাহত রয়েছে। কোন কোন ক্রিকেটার আইপিএলে দল পাননি এবং তারা কোন কোন ফ্র্যাঞ্চাইজির নজরে পড়তে পারেন সেই নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীই অত্যন্ত উৎসাহিত।
এর মধ্যেই আইপিএল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি পেসার ইরফান পাঠান। আইপিএলে অরেঞ্জ ক্যাপ কিংবা পার্পল ক্যাপের আলাদা করে কোনও গুরুত্ব আছে বলে তিনি মনে করেন না বলে জানিয়েছেন। ঠিক কেন এমনটা তিনি মনে করেন সেই বিষয়টাও ব্যাখ্যা করে দিয়েছেন ইরফান।
তিনি বলেছেন, “একজন ব্যাটার তখনই অরেঞ্জ ক্যাপ জিততে সক্ষম হবে, যখন সে ওপেনিং বা তিন নম্বরে ব্যাট করতে নামবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো ম্যাচ তারাই যেতাম যারা ৫, ৬ বা ৭ নম্বরে ম্যাচ ফিনিশ করতে নামেন। কায়রণ পোলার্ড, আন্দ্রে রাসেলরা এমনই ম্যাচ উইনার ছিলেন। আমার দাদা ইউসুফ পাঠান-ও এই ক্যাটাগরিতে পড়তেন। তাই অরেঞ্জ ক্যাপ দেখে একজনের যোগ্যতা প্রমাণ হয় না।” অনেক ক্রিকেটপ্রেমী তার বক্তব্যকে সমর্থন জানিয়ে লিখেছেন যে পার্পল ক্যাপের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একইরকম। কোনও বলার হয়তো অনেক উইকেট তুলতে পারেন কিন্তু তিনি বিশাল রান বিলিয়ে গেলে দলের আখেরে কোন লাভ হয় না। বরং উইকেট না নিয়েও যদি রানের ধারাকে আটকে রাখতে পারেন কোন বোলার তার গুরুত্বও অনেক বেশি।