বাংলাহান্ট ডেস্কঃ ভুয়ো ভ্যাকসিন কান্ড (fake vaccine case) নিয়ে জেরবার গোটা রাজ্য। আর এই বিষয়কেই হাতিয়ার করে শাসকদলের ‘কান ঝালাপালা করার’ নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বিধায়কদের কর্মশালায় এমনই মন্ত্র দিলেন বিধায়কদের।
রাজ্যে শাসক দলের বিরুদ্ধে আগে থাকতেই নানারকম অভিযোগের মধ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল বিজেপি শিবির। আর বর্তমান সময়ে ভ্যাকসিন জালিয়াতিতে রাজ্য সরকারের মদত রয়েছে বলে দাবি করছে গেরুয়া শিবির। আর এই বিষয়কেই হাতিয়ার করে এবার এগোচ্ছে পদ্ম বাহিনী।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পান্ডা দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের শাসক দলের সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে দাবি করে, তৃণমূলের যাত্রাপথ আরও দুর্বিষহ করে তোলেই এখন প্রধান টার্গেট বিজেপি শিবিরের। সেইমত শনিবার সকালে হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বিধায়কদের কর্মশালায় শুভেন্দু অধিকারী ‘স্যরের’ ভূমিকায় ক্লাস নিয়ে দলের অন্যান্য বিধায়কদের বলেন, ‘ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে সুর সপ্তমে তুলে এমন আন্দোলন করতে হবে, যাতে কান ঝালাপালা হয়ে যায় শাসকদলের’।
এদিন প্রথমবার নির্বাচিত বিধায়কদের আচরণ কেন হবে, তা নিয়ে হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বিধায়কদের কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিধানসভায় দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে এই দুই নেতার। তাই নতুন বিধায়কদের ক্লাস নিয়ে স্পষ্ট করে দিলেন, কোন অস্ত্রে শান দিয়ে, কিভাবে নিশানা করতে হবে শাসকদলকে।