বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে (WB Assembly Elections) নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটবাক্সে শেষ অবধি বাজিমাত করেছিলেন বিজেপি নেতা। পরবর্তীতে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হন মমতা (Mamata Banerjee)। এবার ছাব্বিশের ভোটের আগে সেই ভবানীপুরেই ঘনঘন যাতায়াত করতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাকে।
মমতার ভবানীপুরেই ‘নজর’ শুভেন্দুর (Suvendu Adhikari)?
সম্প্রতি ভবানীপুর নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। সেখানকার অবাঙালি ভোটারদের প্রসঙ্গ উঠে আসে বিজেপি বিধায়কের কথায়। সেই সঙ্গেই দাবি করেন, নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরে জেতা তাঁর কাছে বেশি সহজ। এর কিছুদিন পর দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভবানীপুর সংলগ্ন রাসবিহারী-টালিগঞ্জ অঞ্চলে মিছিল করেন তিনি। এরপর বিধানসভার গেটে দাঁড়িয়ে ভবানীপুরের প্রসঙ্গ তোলেন।
সেসবের রেশ কাটতে না কাটতেই রবিবার ভবানীপুর বিধানসভার থিয়েটার রোড অঞ্চলে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে তাঁর এই ঘনঘন বিচরণ রাজনৈতিক মহলে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটে কি তাহলে এই কেন্দ্র থেকেই দাঁড়াবেন শুভেন্দু (Suvendu Adhikari)? দেখা দিয়েছে এই প্রশ্ন।
আরও পড়ুনঃ মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক শ্রীময়ী! কাঞ্চন-পত্নীকে পাল্টা আক্রমণ BJP-র, ‘হাসিমুখে ছবি তুলে…’!
বিজেপি (BJP) বিধায়ক এখনও অবধি সরাসরি কিছু না বললেও ভবানীপুরের দিকে তাঁর যে নজর রয়েছে তা খানিকটা ইঙ্গিতে প্রকাশ করেছেন। একদা নন্দীগ্রামেই শুভেন্দুর ৯০-৯৫ শতাংশ কর্মসূচি থাকতো। তবে এখন তাৎপর্যপূর্ণভাবে তাঁর মুখে একাধিকবার উঠে এসেছে ভবানীপুর প্রসঙ্গ। এখন ভবানীপুরের ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁকে। তাহলে কি মমতার কেন্দ্রেই তৃণমূলকে চাপে ফেলতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা?
যদিও ভবানীপুরে শুভেন্দুর (Suvendu Adhikari) এই ঘনঘন যাতায়াতের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়ান না কেন, সেটাই তাঁর জন্য সহজ সিট। শুভেন্দুবাবু কোথায় দাঁড়াবেন ভাবুন। সমসাময়িক সময়ের ওপর ভোট নির্ভর করে। যিনি দাঁড়াচ্ছেন তিনি কী কী কাজ করেছেন সেটার ওপর নির্ভর করে’।