বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালি উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে ঢোকার আগেই উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন তাঁরা। বর্তমানে ইডি পেটানোর ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। তবে শুধু এটুকুই নয়, শোনা যাচ্ছে, ঘুরপথে রেশন দুর্নীতি কাণ্ডের মূল ‘মাথা’ অবধিও পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা!
এমনিতে রেশন দুর্নীতি কাণ্ডের (Ration Distribution Scam) তদন্তভার রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির হাতে। এখনও অবধি এই কাণ্ডে কোনও ভিন্ন মামলা শুরু করেনি সিবিআই। হাই কোর্টের তরফ থেকে এমন কোনও নির্দেশও আসেনি। তবে অনুমান করা হচ্ছে, শেখ শাহজাহানের মাধ্যমেই রেশন দুর্নীতি কাণ্ডের (Ration Scam) অন্যতম ‘অভিযুক্ত’ তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবধি পৌঁছতে চাইছেন সিবিআই গোয়েন্দারা।
এই কারণেই দিল্লির তরফ থেকে তদন্তভার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে তুলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত চলাকালীনই ইডির (ED) সামনে উঠে এসেছিল সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের নাম। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা পাচার করতে সাহায্য করেছেন শাহজাহান, ইডির তরফ থেকে আদালতে এমনটাই দাবি করা হয়েছিল।
আরও পড়ুনঃ চব্বিশের নির্বাচনে কেমন ফল করবে TMC? BJP-র ঝুলিতে কত আসন? ভোটের আগেই সব ‘ফাঁস’ কুণালের!
সেই তদন্ত করতেই গত জানুয়ারি মাসে সন্দেশখালিতে উপস্থিত হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে শাহজাহানের বাড়ির সামনে উপস্থিত হতেই হামলার মুখে পড়েন তাঁরা। রীতিমতো প্রাণ হাতে নিয়ে পালাতে হয় তাঁদের। গুরুতর আহত হন বেশ কয়েকজন ইডি আধিকারিক। শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে।
ইডি পেটানোর এই ঘটনার পর প্রায় ৫৫ দনিন ফেরার ছিল সন্দেশখালির ‘বাঘ’। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তবে বর্তমানে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি তদন্তভার গ্রহণের পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সত্যি সত্যি শাহজাহানের ‘কান’ টেনে রেশন দুর্নীতির ‘মাথা’ অবধি তাঁরা পৌঁছয় কিনা সেটাই দেখার।