চব্বিশের নির্বাচনে কেমন ফল করবে TMC? BJP-র ঝুলিতে কত আসন? ভোটের আগেই সব ‘ফাঁস’ কুণালের!

বাংলা হান্ট ডেস্কঃ উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি। পদ্মের ধাক্কায় খানিক বেসামাল দেখিয়েছিল ঘাসফুলকে। চব্বিশের লোকসভা ভোটেও (Lok Sabha Election 2024) কি এর পুনরাবৃত্তি হবে? এবার কত আসন পাবে তৃণমূল? বিজেপির ঝুলিতেও বা থাকবে কতগুলি? নির্বাচনের আগেই ‘ভবিষ্যদ্বাণী’ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নির্বাচনী আবহে বাংলায় এসে ৪২টি আসনেই পদ্ম ফোটানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিহ শাহের গলাতেও শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর। আসন্ন ভোটে বাংলায় ২৫টিরও বেশি আসনে বিজেপি (BJP) জয়ী হবে বলে মন্তব্য করেছেন তিনি। তবে কুণাল ঘোষের ‘ভবিষ্যদ্বাণী’ কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তৃণমূল (TMC) নেতা। আসন্ন নির্বাচনে বাংলায় কোন দল কেমন ফলাফল করতে পারে তা উল্লেখ করে কুণাল লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এবার বাংলায় ৩০-৩৫টি আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮-৬২% ভোট তৃণমূলের’।

আরও পড়ুনঃ খেলা হবে! প্রাক্তন শ্বশুর কল্যাণের বিরুদ্ধে লড়াই! শ্রীরামপুরে BJP-র তুরুপের তাস কবীর শঙ্কর

এখানেই না থেমে কুণাল লেখেন, ‘বিজেপির ভোট শতাংশ কমবেশি ৩০-৩২। আসন সংখ্যা ৫-১১-এর মধ্যে’। অপরদিকে চব্বিশের লোকসভা ভোটে বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকবে বলে দাবি করেন কুণাল। পোস্টের শেষে অবশ্য তৃণমূল নেতা উল্লেখ করেছেন, ২৪/০৩/২০২৪ তারিখের পরিস্থিতি অনুযায়ী এই ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর। একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, আমি কোনও গণক নই যে ২০০ আসনের কথা বলে ৭৭টি আসনে আটকে যাব। এই বিষয়টি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হোক। তবে তৃণমূল সেনাপতি দাবি করেন, উনিশের লোকসভা ভোটের নিরিখে এবার জোড়াফুল শিবিরের ভোটের হার এবং আসন সংখ্যা দুই-ই বাড়বে।

kunal ghosh predicts tmc bjp left congress result in bengal in lok sabha election 2024

প্রসঙ্গত, দেশজুড়ে ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রায় প্রত্যেকটি দল নিজেদের নির্বাচনী রণনীতি নিয়ে তৈরি। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অপরদিকে বিজেপির এখনও এই রাজ্যের ৪টি আসনে প্রার্থী দেওয়া বাকি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর