খেলা হবে! প্রাক্তন শ্বশুর কল্যাণের বিরুদ্ধে লড়াই! শ্রীরামপুরে BJP-র তুরুপের তাস কবীর শঙ্কর

বাংলা হান্ট ডেস্কঃ রবিবাসরীয় সন্ধ্যায় বাংলার ১৯টি লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় বঙ্গের ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল কেন্দ্রের শাসক দল। এর মধ্যে আসানসোল কেন্দ্রের প্রার্থী পবন সিং নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে আর ২৩টি আসন বাকি ছিল। গতকাল এর মধ্যে ১৯টি আসন থেকে কারা দাঁড়াচ্ছেন তা ঘোষণা করল গেরুয়া শিবির (BJP)।

হুগলির শ্রীরামপুর কেন্দ্রে যেমন বিজেপির তুরুপের তাস কবীর শঙ্কর বোস (Kabir Shankar Bose)। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে দুঁদে রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। ঘটনাচক্রে যিনি আবার কবীর শঙ্করের প্রাক্তন শ্বশুরমশাই। কল্যাণ-কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কবীর। তবে সেই বিয়ে টেকেনি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এবার ভোট ময়দানে মুখোমুখি হচ্ছেন প্রাক্তন শ্বশুর-জামাই।

চব্বিশের লোকসভা ভোটের আগে একুশের বিধানসভা নির্বাচনেও কবীর শঙ্করকে টিকিট দিয়েছিল বিজেপি। তবে সেবার তিনি জিততে পারেননি। তৃণমূলের (TMC) সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হন। তা সত্ত্বেও লোকসভা ভোটে কবীর শঙ্করের ওপর আস্থা রেখেছে দল। জানা যাচ্ছে, শ্রীরামপুরের বিজেপি প্রার্থী পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। বছর পাঁচেক হল শ্রীরামপুরের রাজনীতিতে তাঁর উদয় হয়েছে।

আরও পড়ুনঃ জনপ্রিয় ডাক্তার থেকে পুলিশকর্তা, প্রাক্তন মেয়র! বাংলার বাকি ৪ আসনে যারা BJP প্রার্থীদের চমক

গত কয়েকদিনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি বিধানসভা এলাকায় কবীর শঙ্করের যাতায়াত বৃদ্ধি পেয়েছিল। তখন থেকেই অনুমান করা হচ্ছিল, এই কেন্দ্রে হয়তো তাঁকেই দাঁড় করাবে বিজেপি। রবিবার সেই জল্পনা সত্যি হল। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেল কবীর শঙ্করের নাম।

lok sabha election 2024 serampore candidate kalyan banerjee kabir shankar bose

প্রসঙ্গত, কল্যাণ-কবীরের পাশাপাশি বিষ্ণুপুর কেন্দ্রেও ‘প্রাক্তন’দের লড়াই দেখতে পাবে রাজ্যবাসী। শ্রীরামপুর কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন প্রাক্তন শ্বশুরমশাই এবং জামাই। অপরদিকে বিষ্ণুপুরে দেখা যাবে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই। চব্বিশের লোকসভা ভোটে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বিজেপি দাঁড় করিয়েছে সৌমিত্র খাঁ-কে। অপরদিকে তৃণমূলের বাজি সৌমিত্রর প্রাক্তন স্ত্রী তথা দাপুটে নেত্রী সুজাতা মণ্ডল। ভোট ময়দানে ‘প্রাক্তন’দের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে এখান সেটা দেখার অপেক্ষা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর