একটা টাকাও নয়, দোলে বিনামূল্যে LPG সিলিন্ডার পাবে ২ কোটি মানুষ! বড় ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক : আম জনতার জন্য বিরাট সুখবর। দোল উপলক্ষ্যে বিনামূল্যে একটি LPG (Liquefied Petroleum Gas) গ্যাস সিলিন্ডার (Cooking Gas) দিতে চলেছে রাজ্য সরকার। তবে এই সিলিন্ডার পেতে হলে একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে। সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর দেওয়া শর্ত পূরণ করলেই মিলবে একটি ফ্রী সিলিন্ডার‌ (Free Cylinder)। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন রাজ্যের ২ কোটি মানুষ।

এখানে প্রশ্ন হল, রাজ্যের কোন মানুষজন এই সুবিধা পাবেন? এই বিষয়ে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সুবিধা তারাই পাবেন যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়ে থাকেন। জানিয়ে রাখি, কেবল দোল নয়, দীপাবলিতেও বিনামূল্যে একটি রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের।

   

অর্থাৎ কেবল একটা নয়, দু’দুটো সিলিন্ডার বিনামূল্যে দেবে রাজ্য সরকার। তবে এর জন্য একটা বিশেষ শর্তও দিয়েছে সরকার। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার জানিয়েছে, বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার কেবল তারাই পাবেন যারা উত্তরপ্রদেশের বাসিন্দা হবেন। তার আগে উজ্জ্বল যোজনার উপভোক্তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে।

ইউপি সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার উপভোক্তারা বছরে দুটি রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন এবং তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উত্তরপ্রদেশের প্রায় ১.৭৫ কোটি পরিবার লাভবান হবেন। এখানে বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার উপভোক্তারা এখন ৩০০ টাকা ভর্তুকি পেয়ে থাকেন। ২০২৫ এর ৩১ মার্চ পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে।

image 20240325 113659 0000

উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। তবে উজ্জ্বল যোজনার উপভোক্তারা ৫৩৯ টাকার বিনিময়ে একটি ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে পারেন। যেখানে দিল্লীতে একটি সিলিন্ডারের দাম ৮০৩ টাকা। অন্যদিকে মুম্বাইতে একটি সিলিন্ডার কিনতে গেলে খরচ করতে হবে ৮০২.৫ টাকা। যেখানে চেন্নাইতে সিলিন্ডারপিছু খরচ ৮১৮.৫ টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর