বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার (Star Jalsha) বিখ্যাত এক্কা দোক্কা (Ekka Dokka) ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরেই প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে। ধারাবাহিকের রেটিং বাড়ানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে চ্যানেলের তরফে। এমনকি নায়ককেও বদলে দেওয়া হয়েছে। প্রতীক সেন (Pratik Sen) এন্ট্রি নেন সিরিয়ালের হাল ফেরাতে। কিন্তু উন্নতি আর হয়নি।
এরইমধ্যে আবার নতুন মেগা সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’র প্রোমো সামনে এসেছে। ২৫ শে সেপ্টেম্বর থেকে ই রাত্রি ৯টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ফলে এক্কা দোক্কার ভক্তদের জন্য মোটামুটি খারাপ খবরই বলা চলে। এদিকে তারই মধ্যে খবর আসছে যে, ধারাবাহিক নাকি বন্ধ হয়ে যেতে পারে শীঘ্রই! নায়িকার সাথে যোগাযোগ করা হলে তিনি কি বললেন দেখে নিন।
Hindustan Times এর সাথে ফোনালাপে নায়িকা বলেন ‘এক্কা-দোক্কা শেষ হচ্ছে কিনা সেটা আনুষ্ঠানিকভাবে আমরা জানি না। আসলে সিরিয়ালের ভবিষ্যত এখনও চূড়ান্ত হয়নি। চ্যানেল এবং প্রযোজনা সংস্থা এই বিষয়টা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, নিলে আমরাই সবার প্রথম জানতে পারব।’
আরও পড়ুন : বিয়ে করেই পথে বসেছেন উদয়! থালা হাতে ভিক্ষা করার ভিডিও দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের
প্রসঙ্গ ওঠে তার শেষ ধারাবাহিক ‘মোহর’ শেষের দিকে দুপুরবেলা সম্প্রচারিত হতো। এবারও তেমন ঘটবে কিনা জানতে চাইলে নায়িকা বেশ ভরা গলায় উত্তর দেন, ‘হয়তো!’ যদিও পুরো বিষয়টাই এখনো অনিশ্চিত, কারণ চ্যানেল কর্তৃপক্ষ এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি। ধারাবাহিকের শুরুটা ভালো হলেও TRP তালিকায় তেমন দাগ কাটতে পারল না।
আরও পড়ুন : ‘শুধু একটা রাত থাকার জন্য পা চাটতে হয়েছিল’! ডিভোর্সের পর বিষ্ফোরক বৈশাখী
এক্কা দোক্কা ধারাবাহিকটি ‘সোহাগ জল’-এর মতো ফ্লপ মেগার থেকেও পিছিয়ে পড়ে। ‘খেলনা বাড়ি’র সামনে তো টিকতেই পারেনি। ফোনালাপে সেই নিয়ে নায়িকার আক্ষেপ, ‘অনেক সময় অনেক গল্প মানুষের জানা থাকে। হয়ত মানুষের মনে হয়েছে এই গল্পটা আর ভালো লাগছে না, কিংবা এই গল্পটা আমাদের জানা, এই ধরণের কিছু একটা হতে পারে।’
আরও পড়ুন : ভারতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এলেন দিব্যজ্যোতি দত্ত
উল্লেখ্য যে, নায়িকা জানিয়ে দেন তার কাছে এই মুহূর্তে আরো বেশ কিছু অফার রয়েছে। তবে সিরিয়ালের ভবিষ্যতের উপরই নির্ভর করছে সোনামণির আগামিকাল। কারণ ধারাবাহিক শেষ না হলে তাকে যে এক্কা দোক্কাতেই দেখা যাবে সেকথা স্পষ্ট করে দেন তিনি। এখন দেখার সত্যিই কি ধারাবাহিক বন্ধ হয়ে যায় নাকি এখনো ধুঁকতে ধুঁকতে চলতে থাকে।