বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহখানেক হল দিল্লির মসনদ দখলের ‘লড়াই’ শেষ হয়েছে। রবিবার পুনরায় প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রে আবারও সরকার গড়েছে NDA জোট। তবে বাংলার বুকে কিন্তু তেমন ভালো ‘রেজাল্ট’ করতে পারেনি গেরুয়া শিবির। TMC-র দাপটে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছে তারা! বাংলা জুড়ে সবুজ ঝড়ের পর এবার শোনা যাচ্ছে, ফ্রি-তে মোবাইল রিচার্জ করে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।
বর্তমানে প্রায় প্রত্যেকের জীবনের অনেকখানি জুড়ে রয়েছে স্মার্টফোন। ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না, এমনও বহু মানুষ রয়েছে। এদিকে দিন দিন বাড়ছে ডেটা প্যাকের দাম। সব মিলিয়ে, চাপ পড়ছে পকেটের ওপর। এই আবহে জানা গেল, ফ্রি-তে মোবাইল রিচার্জ (Free Mobile Recharge) করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বলা হচ্ছে, TMC জেতার আনন্দে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দু’জনই ঘুরিয়ে দিল ‘খেলা’! ভোটের পরই কেষ্ট গড়ে যা হল … মাথায় হাত BJP-র
ইতিমধ্যেই এই মর্মে সমাজমাধ্যমে একটি মেসেজ চোখে পড়ছে। সেই মেসেজে বলা হয়েছে, ভোটে জেতার আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৯ টাকায় ২৮ দিনের যে রিচার্জ হয়, সেটি ফ্রি করে দিয়েছেন। আগামী ২৯ অক্টোবর ফ্রি মোবাইল রিচার্জের সুবিধা পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে। এর জন্য আবার একটি লিঙ্কও দেওয়া হয়েছে।
বলা হয়েছে, বিনামূল্যে রিচার্জের এই সুবিধা পেতে গেলে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ইতিমধ্যেই বহু মানুষের ফোনে এই মেসেজ এসেছে বলে খবর। কিন্তু সত্যিই কি রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আসল সত্যিটা কী? চলুন জেনে নেওয়া যাক।
আসলে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই মেসেজ একেবারেই সত্যি নয়। সাইবার প্রতারকরা এই মেসেজের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। এমন ধরণের লিঙ্কে ক্লিক করে বহু মানুষ অতীতে টাকা খুইয়েছেন। তাই ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে সতর্ক করা হয়েছে। ফ্রি-তে রিচার্জের চক্করে ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! তাই এই ধরণের মেসেজ থেকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।