ট্রাম্পের প্রস্তাবে নেই আগ্রহ! পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানের জন্য রাশিয়ার দিকেই ঝুঁকবে ভারত?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই ডোনাল্ড ট্রাম্প ভারত (India) প্রস্তাব দিয়েছিলেন মার্কিন তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২ কেনার। কিন্তু আন্তর্জাতিক শুল্কযুদ্ধ ও প্রতিরক্ষা সহযোগিতার ভারসাম্যের প্রেক্ষাপটে সেই প্রস্তাবের বদলে রাশিয়ার উপরেই ভরসা রাখতে চলেছে ভারত সরকার। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি শিগগিরই রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

ফাইটার জেটের জন্য কাকে বাছবে ভারত (India)?

২০০৭ সালে মনমোহন সিংহের আমলে ভারত (India) ও রাশিয়া মিলে ‘এফজিএফএ প্রোগ্রাম’ (ফিফ্‌থ জেনারেশন ফাইটার এয়ারক্র্যাফ্ট) নামে একটি প্রকল্প শুরু করেছিল। তবে ২০১৮ সালে মোদী সরকার একতরফা ভাবে সেই চুক্তি বাতিল করে দেয়। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও প্রযুক্তি হস্তান্তরের নতুন প্রস্তাবের কারণে নয়াদিল্লি আবারও মস্কোর প্রস্তাব গ্রহণে আগ্রহী হয়েছে।

আরও পড়ুন: ৬০,০০০ টাকায় ব্যবসা শুরু! ২ বছরেই ৩০ কোটির টার্নওভার, চমকে দেবে তেলেঙ্গানার এই যুবকের কাহিনি

ফ্রান্স থেকে রাফাল কেনার পর ভারতীয় (India) বায়ুসেনা এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের দিকে নজর দিয়েছে। এই প্রেক্ষাপটেই ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা এয়ারবেসে অনুষ্ঠিত ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’-এ মার্কিন এফ-৩৫ ও রুশ এসইউ-৫৭ প্রদর্শিত হলে জল্পনা আরও বেড়ে যায়। এরপরই ট্রাম্প মোদীকে এফ-৩৫ কেনার আহ্বান জানান। তবে মার্কিন সংস্থা লকহিড মার্টিন প্রযুক্তি হস্তান্তরে রাজি নয়। বিপরীতে, রাশিয়া শুধু যৌথ উৎপাদনের প্রস্তাবই দেয়নি, বরং এসইউ-৫৭ ফাইটার জেটের গুরুত্বপূর্ণ ‘সোর্স কোড’ হস্তান্তরের আশ্বাসও দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিগতভাবে এফ-৩৫ স্টেলথ ক্ষমতায় উন্নত হলেও রাশিয়ার দেওয়া শর্ত অনেক বেশি সুবিধাজনক। কারণ ভারতীয় (India) বায়ুসেনার কাছে মিগ-২১, মিগ-২৯, সুখোই-৩০ এমকেআই-এর মতো রুশ বিমানের দীর্ঘদিনের ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে। ফলে নতুন বিমানের খাপ খাওয়ানোও সহজ হবে। উপরন্তু, ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি করার ক্ষেত্রে রাশিয়ার প্রযুক্তি হস্তান্তর বড় সুবিধা এনে দেবে।

Is India choosing Russia over America?

আরও পড়ুন: GST-র নতুন হারে ক্রেতাদের উচ্ছ্বাস! উৎসবের মরশুমে কোন কোন জিনিসের বাড়ল বিক্রি?

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হলে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) ২০৩৫ সাল থেকে যৌথভাবে সুখোই এসইউ-৫৭ উৎপাদনের দায়িত্ব পাবে। ইতিমধ্যেই হ্যাল ও রাশিয়ার সুখোই সংস্থা একসঙ্গে যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান উৎপাদন শুরু করেছে। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় অংশ রাশিয়ার প্রস্তাবকেই অগ্রাধিকার দেওয়ার পক্ষে।

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ভূ-রাজনৈতিক সম্পর্ক, দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতির কারণে ভারত (India)আপাতত আমেরিকার এফ-৩৫-এর চেয়ে রাশিয়ার সুখোই এসইউ-৫৭-এর দিকেই ঝুঁকছে। এর ফলে আগামী দশকেই ভারতীয় বায়ুসেনা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারের শক্তি অর্জন করতে পারে।