বাংলাহান্ট ডেস্ক : শেষের মুখে ‘জগদ্ধাত্রী’। গত কয়েকদিন ধরে এমনই গুঞ্জনে তোলপাড় টেলিপাড়া। জি বাংলায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Serial)। নতুন প্রজন্মের প্রেম কাহিনি নিয়ে আসছে ‘বেশ করেছি প্রেম করেছি’। সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। কিন্তু সেখানে সম্প্রচার সময় দেখেই শোরগোল পড়েছে টেলিপাড়ায়। কারণ জগদ্ধাত্রীর স্লটেই দেওয়া হচ্ছে এই নতুন সিরিয়ালকে।
তিন বছর পর স্লট হারা জগদ্ধাত্রী (Serial)
আগামী ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা সাতটার স্লটে শুরু হতে চলেছে নতুন সিরিয়াল (Serial) বেশ করেছি প্রেম করেছি। এতদিন ধরে যে স্লট কার্যত একচ্ছত্র ভাবে দখল করে রেখেছিল জগদ্ধাত্রী, সেই স্লটই এবার হাতছাড়া। উল্লেখ্য, এর আগেও জগদ্ধাত্রীর স্লট বদলের গুঞ্জন উঠেছে। কিন্তু সে সময় শোনা গিয়েছিল, প্রযোজনা সংস্থার তরফে নাকি বলা হয়েছিল, স্লট বদলের থেকে বরং সিরিয়াল শেষ করে দেওয়া হোক। কিন্তু এবার চিত্রটা অন্যরকম। নতুন মেগাটিও ব্লুজ প্রোডাকশনেরই। তাই জগদ্ধাত্রী শেষ হয়ে যাওয়ার জল্পনাই আরও দৃঢ় হয়েছে।

কী জানালেন সৌম্যদীপ: এ বিষয়ে ‘স্বয়ম্ভূ’ ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, অফিশিয়ালি তাঁদের কিছুই জানানো হয়নি যে জগদ্ধাত্রী শেষ হচ্ছে। শুটিং চলছে যেমন চলে। কিছুদিন আগেই জগদ্ধাত্রী (Jagadhatri) টিমের এক অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সিরিয়াল শেষ হচ্ছে। এ প্রসঙ্গে সৌম্যদীপ বলেন, তিনি অনেকদিন আগে আসতেন। এখন আর আসেন না। তিনি কেন একথা লিখলেন তা তিনি জানেন না। যদিও ব্লুজের নতুন মেগার জন্যও শুভেচ্ছা জানিয়েছেন সৌম্যদীপ।
আরও পড়ুন : প্রয়োজন মাত্র ৪ টি উপকরণ, শিমের এই পদ থাকলে নিমেষে সাবাড় হবে এক থালা ভাত
দর্শকদের ভালোবাসাই পাথেয়: দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে একটি সিরিয়ালের নায়কের চরিত্রে অভিনয়। দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছেন বলে জানান সৌম্যদীপ। এখনও তাঁকে অনেকেই জিজ্ঞাসা করছেন জগদ্ধাত্রী শেষ হয়ে যাচ্ছে কিনা। এই ভালোবাসাই কাজের জন্য অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেন অভিনেতা।
আরও পড়ুন : বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল বাঙালির মুখ, স্লোভাকিয়ায় শিক্ষা বিষয়ক আলোচনায় ভারতের প্রতিনিধি সুকান্ত মজুমদার
প্রসঙ্গত, ‘বেশ করেছি প্রেম করেছি’র সিরিয়ালে ফুটে উঠবে জেন জি এর প্রেম কাহিনি। দুই স্কুল পড়ুয়ার গল্পের পাশাপাশি আগেকার প্রজন্মের কাহিনিও সমান্তরালে চলবে বলে জানা যাচ্ছে।












