বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) নাম বেশ জনপ্রিয় ছিল একসময়। প্রথম দিকে কয়েকটি ছবি বক্স অফিসে বেশ সফল হলেও ধীরে ধীরে দর্শকদের মধ্যে খ্যাতি কমতে থাকে তাঁর। সম্প্রতি অবশ্য রাজনীতিতে পা রেখেছেন কঙ্গনা (Kangana Ranaut)। বিজেপির হয়ে হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে দাঁড়ান তিনি। বেশ দিব্য ছিলেন। কিন্তু হঠাৎ করেই কঙ্গনার মুখে উলটো সুর। এবার কি রাজনীতির পাট চোকাতে চলেছেন অভিনেত্রী?
রাজনীতি নিয়ে কী ভাবছেন কঙ্গনা (Kangana Ranaut)?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার (Kangana Ranaut) একটি পোস্ট নতুন করে উসকে দিয়েছে জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন কঙ্গনা (Kangana Ranaut)। সেখানে মন্ত্রীকে বলতে দেখা যায়, রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চান তিনি।
রাজনীতিতে নেই অর্থ: সুরেশের কথায় সমর্থন জানিয়ে অভিনেত্রী লেখেন, রাজনীতি এমন একটি পেশা যা সহজ নয়, যথেষ্ট কঠিন। রাজনীতিতে তেমন টাকা পয়সা উপার্জন করারও উপায় নেই। উলটে নানান খরচ রয়েছে। অথচ শিল্পীরা যদি নিজেদের পেশার ক্ষেত্রে সময় ব্যয় করেন তাহলে তাঁদের কাজ এবং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
আরও পড়ুন : মন ভরে ভাইকে খাওয়ান ইলিশ, ঝাঁকে ঝাঁকে জালে উঠবে রূপোলি শষ্য, ভাইফোঁটার আগেই কমবে দাম
কী বলেন অভিনেত্রী: কঙ্গনা (Kangana Ranaut) আরও বলেন, রাজনীতিতে ভালো কাজের পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত। উল্লেখ্য, বিজেপির সাংসদ পদে বসলেও ইদানিং রাজনীতি নিয়ে অন্য রকম সুর শুনতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীর মুখে। প্রশ্ন উঠছে, রাজনীতির সঙ্গে কি দূরত্ব বাড়ছে তাঁর?
আরও পড়ুন : ট্রেনে মদ নিয়ে সফর করবেন? কতটা পরিমাণ নেওয়া আইনসম্মত? বিপদ এড়াতে জেনে রাখুন
এদিকে অভিনয় জগতেও তেমন পসার নেই কঙ্গনার (Kangana Ranaut)। বেশ কয়েক মাস ধরে সময়টা খারাপ যাচ্ছে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার। নতুন ক্যাফে খুললেও সেখানে তেমন ব্যবসা হচ্ছে না। আগামীতে কোন পথে এগোন কঙ্গনা সেটাই দেখার।